Nojoto: Largest Storytelling Platform

রথযাত্রা: ইসকনে মমতা। মুকুল রায়ের শারীরিক পরিস্থিত

রথযাত্রা: ইসকনে মমতা। মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি। কলকাতা লিগে লাল-হলুদ ঝড়? আর কী নজরে

কলকাতায় আজ রথযাত্রার আয়োজন করেছে ইসকন-ও। তাদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রথের রশিতে টান দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ রথযাত্রা। পুরী-সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হবে। প্রতি বছর নতুন করে রথ তৈরি হয় পুরীতে। জগন্নাথের রথ নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন। এই তিন রথে চড়ে পার্শ্বদেবতা, চারটি ঘোড়া এবং সারথিদের সঙ্গে নিয়ে তাঁরা পাড়ি দেন গুণ্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়িতে। দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে গোটা একটি সপ্তাহ উৎসব পালন করেন পতিতপাবন।

©BANGLE TIMES
  #ISKON