Nojoto: Largest Storytelling Platform

‘চমৎকার বিষয়’, জিনপিং এবং পুতিনের আলিঙ্গন নিয়ে ‘মজ

‘চমৎকার বিষয়’, জিনপিং এবং পুতিনের আলিঙ্গন নিয়ে ‘মজা’ আমেরিকার!

পুতিন এবং জিনপিংয়ের মধ্যে আলিঙ্গনের একটি ছবি চর্চায় উঠে এসেছে। সেই নিয়ে এ বার প্রতিক্রিয়া দিল আমেরিকা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক নিয়ে কৌতূহল শুরু হয়েছে বিশ্ব কূটনৈতিক মহলে। অনেকের মনেই প্রশ্ন, ইউক্রেন যুদ্ধ নিয়ে কি কোনও কথা হল দুই রাষ্ট্র প্রধানের। তার মধ্যেই পুতিন এবং জিনপিংয়ের মধ্যে আলিঙ্গনের একটি ছবি চর্চায় উঠে এসেছে। সেই নিয়ে এ বার প্রতিক্রিয়া জানাল আমেরিকা। জিনপিং-পুতিনের আলিঙ্গন নিয়ে মস্করাই করেছে হোয়াইট হাউস। তবে আমেরিকা এ-ও মনে করে, চিন এবং রাশিয়ার সম্পর্কে বিস্ময়কর কোনও অগ্রগতি হয়নি।

©BANGLE TIMES
  #Russia_China_Relation