Nojoto: Largest Storytelling Platform

‘হামাস এবং ইজ়রায়েলি সেনা দু’পক্ষই যুদ্ধাপরাধী’,


‘হামাস এবং ইজ়রায়েলি সেনা দু’পক্ষই যুদ্ধাপরাধী’, অভিযোগ রাষ্ট্রপুঞ্জের তদন্তকারী দলের রিপোর্টে

তিনটি স্বাধীন বিশেষজ্ঞ সংস্থার সমন্বয়ে গঠিত সিওআই ওই প্রতিবেদনে ইজ়রায়েল ও হামাসের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠে এসেছে।


গত আট মাসের হিংসাপর্বের জন্য স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস এবং ইজ়রায়েল— দু’পক্ষকেই দায়ী করল রাষ্ট্রপুঞ্জ। সংস্থার একটি রিপোর্টে বুধবার হামাস গেরিলা এবং ইজ়রায়েলি সেনার বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ তোলা হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর গাজ়ার সীমান্ত লঙ্ঘন করে ইজ়রায়েলের ভূখণ্ডে হামাসের হামলা এবং তার পর গাজ়ায় গত আট মাস ধরে তেল আভিবের পাল্টা হামলা নিয়ে রাষ্ট্রপুঞ্জের ‘কমিশন অফ এনকোয়ারি’ (সিওআই) দু’টি প্রতিবেদন প্রকাশ করেছে। তিনটি স্বাধীন বিশেষজ্ঞ সংস্থার সমন্বয়ে গঠিত সিওআই ওই প্রতিবেদনে ইজ়রায়েল ও হামাসের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠে এসেছে।

©BANGLE TIMES
  #Hamas_Israel_Conflict