Nojoto: Largest Storytelling Platform

কোহলির দাপটের দিনে নায়ক কার্তিক, পঞ্জাবকে হারিয়ে আ

কোহলির দাপটের দিনে নায়ক কার্তিক, পঞ্জাবকে হারিয়ে আইপিএলে প্রথম জয় পেল বেঙ্গালুরু

আইপিএলে প্রথম জয় পেল বেঙ্গালুরু। সোমবার ঘরের মাঠে তারা চার উইকেটে হারাল পঞ্জাবকে। বিরাট কোহলির দাপটের দিনে ম্যাচের রং কেড়ে নিলেন দীনেশ কার্তিক।


অনেক দিন বাদে পুরনো বিরাট কোহলিকে দেখতে পেলেন ক্রিকেটপ্রেমীরা। ছন্দে ফিরে এলেন ‘চেজ় মাস্টার’। সোমবার পঞ্জাবের বিরুদ্ধে ১৬তম ওভারে তিনি আউট হওয়ার পর মনে হয়েছিল হারবে বেঙ্গালুরু। তা হল না দীনেশ কার্তিকের সৌজন্যে। অভিজ্ঞ ব্যাটার শেষ দিকে একার হাতে জিতিয়ে দিলেন বেঙ্গালুরুকে। কোহলির দাপটের দিনে নজর ঘুরিয়ে দিলেন নিজের দিকে। যোগ্য সঙ্গত দিলেন মহীপাল লোমরোরও। আইপিএলে প্রথম জয় পেল বেঙ্গালুরু। সোমবার ঘরের মাঠে তারা চার উইকেটে হারাল পঞ্জাবকে।

©BANGLE TIMES
  #Kohli