Nojoto: Largest Storytelling Platform

স্টিং-ভিডিয়ো নিয়ে নীরবই, শাহের মুখে ফের ‘উল্টো ঝ

স্টিং-ভিডিয়ো নিয়ে নীরবই, শাহের মুখে ফের ‘উল্টো ঝুলিয়ে সিধে করে’ দেওয়ার হুমকি: প্রসঙ্গ সন্দেশখালি

লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করতে আবার বাংলায় এসেছেন শাহ। শুক্রবার তাঁর সভা ছিল কৃষ্ণগঞ্জ, রামপুরহাট এবং রানিগঞ্জে। সেখানেই সন্দেশখালি প্রসঙ্গ টেনে আনেন তিনি।

এপ্রিলে ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ বলেছিলেন, “সব ক’টাকে উল্টো ঝুলিয়ে সিধে করে দেওয়া হবে।” সেই সময়ে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র উপর হামলা হয়েছে। দোষীদের উদ্দেশে করা ওই ‘অমিতবাণী’ ভাল ভাবে নেয়নি বাংলার শাসকদল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছিলেন শাহের। শুক্রবার শাহ আবার এসেছিলেন রাজ্যে। এ বারও তাঁর মুখে শোনা গেল একই হুঁশিয়ারি। তবে এ বার তিনি ‘উল্টো ঝুলিয়ে সিধে করা’র হুঁশিয়ারি দিলেন সন্দেশখালির দোষীদের।

©BANGLE TIMES
  #Amit_Shah