Nojoto: Largest Storytelling Platform

নিউ জার্সিতে ভারতীয় যুবকের গুলিতে খুন ভারতীয় বংশোদ

নিউ জার্সিতে ভারতীয় যুবকের গুলিতে খুন ভারতীয় বংশোদ্ভূত মহিলা! আহত আরও এক

বুধবার গগনদীপ নিউ জার্সির কার্টারেতে তাঁর দিদি জসবীর কৌরের বাড়িতে যান। সেখানেই হানা দেন অভিযুক্ত। বচসার মাঝেই চলল গুলি।


বচসা, সেই হাতাহাতি, তার পরই আচমকা চলল গুলি। আমেরিকার নিউ জার্সিতে নিজের আবাসনের সামনেই খুন হয়ে গেলেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা। আহত আরও এক। আততায়ী এক জন ভারতীয় যুবক বলে জানিয়েছে নিউ জার্সির পুলিশ।

©BANGLE TIMES
  #Crime_News