Nojoto: Largest Storytelling Platform

দলবদলে'র পুরস্কার, প্রার্থী তাপস-অর্জুন, টিকিট পেল

দলবদলে'র পুরস্কার, প্রার্থী তাপস-অর্জুন, টিকিট পেলেন কৃষ্ণনগরের রানিমাও

দলবদলের পুরস্কার। বিজেপি প্রার্থী তালিকায় তাপস রায় ও অর্জুন সিং। দলবদলের পর দুজনেই যে ভোটের (2024 Lok Sabha Election) টিকিট পেতে চলেছেন তা আগেই জানিয়েছিল 'সংবাদ প্রতিদিন'। সেই দাবিতেই সিলমোহর। উত্তর কলকাতা থেকে টিকিট পেলেন তাপস রায়। বারাকপুরের তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অর্জুন সিং। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায়ও পেলেন টিকিট।

©BANGLE TIMES
  #Tapas_Roy