Nojoto: Largest Storytelling Platform

দ্বিতীয় পর্বে ৮৮ কেন্দ্রে ভোট শুক্রে, ‘পরীক্ষা’ রা

দ্বিতীয় পর্বে ৮৮ কেন্দ্রে ভোট শুক্রে, ‘পরীক্ষা’ রাহুল, শশী, ওম, হেমা, কুমারস্বামী, বঘেলদের

সাত পর্বের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় শুক্রবার ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ৮৮টি আসনে। এর মধ্যে কেরলের ২০টি কেন্দ্রের সব ক’টিতেই!


অষ্টাদশ লোকসভার সাত দফা ভোটের দ্বিতীয় পর্ব শুক্রবার। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ৮৮টি আসনে। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটও।

দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়া-সহ এক ঝাঁক তারকা প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একাধিক সদস্যেরও ‘ভাগ্যপরীক্ষা’ হবে এই দফার ভোটে।

©BANGLE TIMES
  #LokSabhaElection2024