Nojoto: Largest Storytelling Platform

মোদী সরকারের জমানায় রেল চালকেরা কি যথেষ্ট বিশ্রাম

মোদী সরকারের জমানায় রেল চালকেরা কি যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন? রাহুলকে কী জানালেন তাঁরা

রেলের চালকেরা জানান, বিশাখাপত্তনম রেল দুর্ঘটনার তদন্ত রিপোর্টের মতো একাধিক রেলের রিপোর্টে বলা হয়েছে, চালকেরা যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন না। তার ফলেই দুর্ঘটনা ঘটছে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পরে প্রশ্ন উঠেছিল, মালগাড়ির চালক কি যথেষ্ট বিশ্রাম পেয়েছিলেন! না কি মোদী সরকারের জমানায় রেল লোকো চালক ও সহকারী লোকো চালকের অভাবে ভুগছে বলে ট্রেনের চালকরা যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন না?

আজ নয়াদিল্লি রেল স্টেশনে রাহুল গান্ধীকে হাতের কাছে পেয়ে রেলের চালক বা লোকো পাইলটেরা সেই যথেষ্ট বিশ্রামের অভাব নিয়ে অভিযোগ তুললেন।

©BANGLE TIMES
  #Rahul_Gandhi