Nojoto: Largest Storytelling Platform

আইফোন ও আইপ্যাড ইউজারদের সতর্ক করল মোদি সরকার, কীভ

আইফোন ও আইপ্যাড ইউজারদের সতর্ক করল মোদি সরকার, কীভাবে থাকবেন সুরক্ষিত?

 অ্যাপেল আইফোন (Apple iPhone) এবং আইপ্যাডের জন্য বিশেষ সতর্কতা জারি করল কেন্দ্র। গত ১৫ মার্চ ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের ওয়েবসাইটে এনিয়ে ব্যাখ্যা করা হয়েছে।

ঠিক কেন সতর্ক করা হয়েছে অ্যাপেলকে? CERT-In ওয়েবসাইটের তরফে জানানো হচ্ছে, অ্যাপেল iOS এবং iPadOS-এর ডিভাইসে এমন কিছু প্রযুক্তিগত ত্রুটি বা দুর্বলতা রয়েছে, যাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। অর্থাৎ অনায়াসে এই সিস্টেমকে হ্যাক করে ফোন অকেজো করে দিতে পারছে হ্যাকাররা। ইচ্ছে মতো কোড চালিয়ে দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত নানা তথ্য। যা নিঃসন্দেহে যে কোনও ইউজারের কাছে মাথাব্যথার কারণ।

©BANGLE TIMES
  #Apple #IPhone #Ipad