Nojoto: Largest Storytelling Platform

ইংল্যান্ডকে হারিয়ে চোখে জল রোহিতের, ফাইনালেও কোহলি

ইংল্যান্ডকে হারিয়ে চোখে জল রোহিতের, ফাইনালেও কোহলিই ওপেন করবেন, জানিয়ে দিলেন ভারত অধিনায়ক

ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। ম্যাচ জিতে আবেগ ধরে রাখতে পারলেন না অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালে ভারত কেমন ক্রিকেট খেলতে চায় সে কথাও জানালেন তিনি।

ইংল্যান্ডকে হারানোর পরে তখন একে একে ভারতীয় ক্রিকেটারেরা সাজঘরে ঢুকছেন। হঠাৎ সাজঘরের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন রোহিত শর্মা। তাঁর চোখে তখন জল। বাঁ হাত তুলে চোখ ঢাকলেন। কয়েক সেকেন্ড পরে হাত নামালেন। তাকিয়ে থাকলে সামনের দিকে। দেখে বোঝা যাচ্ছিল, ফাইনালে উঠে, বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। অধিনায়ক হিসাবে ২২৬ দিন পরে ভারতকে আরও একটি ফাইনালে তুলেছেন রোহিত। সেই সব কথাই হয়তো ভাবছিলেন তিনি। কিছু ক্ষণ পরে বিরাট কোহলি সাজঘর থেকে বেরিয়ে রোহিতের সামনে দাঁড়ালেন। তাঁর গায়ে হাত রেখে কথা বললেন। হাসানোর চেষ্টা করলেন। কিছু ক্ষণ পরে হাসি দেখা গেল রোহিতের মুখেও।

©BANGLE TIMES
  #Rohit_Sharma