Nojoto: Largest Storytelling Platform

রুতুরাজের পাল্টা শতরান স্টোইনিসের, ঘরের মাঠে ২১০ ক

রুতুরাজের পাল্টা শতরান স্টোইনিসের, ঘরের মাঠে ২১০ করেও লখনউয়ের কাছে হার ধোনিদের

ঘরের মাঠে ফিরেও জিততে পারল না চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ২১০ করেছিল চেন্নাই। মার্কাস স্টোইনিসের শতরানে রান তাড়া করে জিতে যায় লখনউ সুপার জায়ান্টস।



২১০ রান করেও হারতে হল চেন্নাই সুপার কিংসকে। প্রথমে ব্যাট করতে নেমে শতরান করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ঝোড়ো অর্ধশতরান করেন শিবম দুবে। তাতেও শেষরক্ষা হয়নি। রান তাড়া করতে নেমে শতরান করেন মার্কাস স্টোইনিস। শেষ দিকে তাঁকে সঙ্গ দেন নিকোলাস পুরান। শেষ পর্যন্ত টিকে থাকেন স্টোইনিস। টান টান ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তিন বল বাকি থাকতে জিতে যায় লখনউ।

©BANGLE TIMES
  #IPL_2024 #LSG