Find the Best IPL_2024 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutwho won the todays ipl match, orange cap in ipl 2023, purple cap in ipl 2023, highest score in ipl, aaj ki ipl match,
BANGLE TIMES
হাসতে হাসতে জিতল রে! রেমালের আগেই কামাল, ১০ বছর পর আইপিএল বাদশার কেকেআরের ফাইনালে এসে মরসুমের সহজতম ম্যাচটি জিতল কেকেআর। একপেশে আইপিএল ফাইনালে হায়দরাবাদকে উড়িয়ে তৃতীয় বারের মতো ট্রফি ঘরে তুলল কলকাতা। নায়ক রাসেল, স্টার্ক, বেঙ্কটেশ। ©BANGLE TIMES #IPL_2024 #KKR
SHIRSENDU KARMAKAR
Most appearances in the IPL final 10 - CSK 6 - MI 4 - KKR 3 - RCB 3 - SRH* ©SHIRSENDU KARMAKAR #IPL_2024
BANGLE TIMES
রবির আইপিএল ফাইনালে কলকাতা বনাম হায়দরাবাদ, বাংলার শাহবাজ়ের ঘূর্ণিতে বিদায় রাজস্থানের রবিবার চেন্নাইয়ের মাঠেই হবে আইপিএল ফাইনাল। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালসকে শুক্রবার ৩৬ রানে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ। আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে তারা। পর পর সাত বার আইপিএলের ফাইনালে লিগ পর্বে এক এবং দুই নম্বরে থাকা দল। রাজস্থান রয়্যালসকে শুক্রবার ৩৬ রানে হারিয়ে ফাইনালে হায়দরাবাদ। চেন্নাইয়ের মাঠে শিশির পড়ার আশঙ্কা করেছিলেন সঞ্জু স্যামসন। তাই টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে আগে ব্যাট করতে পাঠান তিনি। কিন্তু শুক্রবার শিশির পড়েনি। ফলে বল করতে অসুবিধা হয়নি হায়দরাবাদের। তবে ব্যাট করতে নেমে শুরুতেই তাদের ধাক্কা দিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। বাঁহাতি পেসার বেশ বেকায়দায় ফেলে দিয়েছিলেন প্যাট কামিন্সদের। ©BANGLE TIMES #IPL_2024 #Final
BANGLE TIMES
২৫ কোটির বোলারের হাত ধরে আইপিএলের ফাইনালে কেকেআর, রবিতে ট্রফির লড়াইয়ে বাদশার কলকাতা আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারল না হায়দরাবাদ। সহজে ম্যাচ জিতে ফাইনালে কলকাতা। কামিন্সদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য। ২০২১ সালের পর আবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেট হারিয়ে দিলেন শ্রেয়স আয়ারেরা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। প্রথম পাঁচ ওভারের মধ্যে ৩ উইকেট নিয়ে কেকেআরকে চালকের আসনে বসিয়ে দেন ২৫ কোটির বোলার। হায়দরাবাদের ১৫৯ রানের জবাবে কেকেআর ১৩.৪ ওভারে ২ উইকেটে করল ১৬৪ রান। ২০ ওভারের ম্যাচে ৩৮ বল বাকি থাকতেই ফাইনালে চলে গেল কলকাতা। ©BANGLE TIMES #KKR #IPL_2024
BANGLE TIMES
ইডেন থেকেই আইপিএলের প্লে-অফে উঠল কলকাতা, মুম্বইকে হারিয়ে প্রথম দল হিসাবে শেষ চারে নাইটেরা ইডেনে মুম্বইকে হারিয়ে প্রথম দল হিসাবে আইপিএলের প্লে-অফ পর্বে পৌঁছে গেল কেকেআর। মুম্বইয়ের পর কলকাতাতেও হার্দিকদের হারিয়ে দিলেন শ্রেয়সেরা। নজর কাড়ল শ্রেয়সের নেতৃত্ব। ঘরের ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স পৌঁছে গেল আইপিএলের প্লে-অফে। ওয়াংখেড়েতে হারের বদলা নিতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রেয়স আয়ারেরা করেন ৭ উইকেটে ১৫৭ রান। জবাবে ৮ উইকেটে ১৩৯ তুললেন হার্দিক পাণ্ড্যরা। ১৮ রানে জিতল কেকেআর। ©BANGLE TIMES #IPL_2024 #KKR
BANGLE TIMES
শুভমন-সুদর্শনের জোড়া শতরানে আইপিএলে বেঁচে গুজরাত, হেরে চাপ বাড়ল চেন্নাইয়ের আইপিএলে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল গুজরাত টাইটান্স। শুক্রবার চেন্নাই সুপার কিংসকে ঘরের মাঠে হারিয়ে দিল তারা। আইপিএলে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল গুজরাত টাইটান্স। শুক্রবার চেন্নাই সুপার কিংসকে ঘরের মাঠে ৩৫ রানে হারিয়ে দিল তারা। শুভমন গিল এবং সাই সুদর্শনের জোড়া শতরানে ভর করে আগে ব্যাট করে ২৩১/২ তোলে গুজরাত। জবাবে চেন্নাই থেমে গেল ১৯৬/৮ রানে। জিতে পঞ্জাব এবং মুম্বইকে টপকে আট নম্বরে উঠে এল গুজরাত। হেরে গেলেও শেষ বেলায় মহেন্দ্র সিংহ ধোনির আক্রমণাত্মক ইনিংসে পয়সা উশুল সমর্থকদের। ©BANGLE TIMES #IPL_2024
BANGLE TIMES
সৌরভের ইডেনে বাদশা কেকেআরই! দাদার দিল্লিকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে জয়ে ফিরলেন নাইটরা ইডেনের ২২ গজে দিল্লি ক্যাপিটালসের কোনও পরিকল্পনাই কাজে এল না। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই থাকল কলকাতা। চেনা ইডেন গার্ডেন্স থেকে খালি হাতে ফিরতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয়ে ফিরল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সোমবার ঋষভ পন্থদের ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন শ্রেয়স আয়ারেরা। ইডেনের ৫৭ হাজার দর্শকের সামনে দিল্লির ৯ উইকেটে ১৫৩ রানের জবাবে ১৬.৩ ওভারের কেকেআর তুলল ৩ উইকেটে ১৫৭। ©BANGLE TIMES #KKR_vs_DC #IPL_2024
SHIRSENDU KARMAKAR
Highest individual scores in IPL run-chases 124* - Marcus Stoinis (LSG) vs CSK, Chennai, 2024 120* - Paul Valthaty (PBKS) vs CSK, Mohali, 2011 119 - Virender Sehwag (DC) vs Deccan Chargers, Hyderabad, 2011 119 - Sanju Samson (RR) vs PBKS, Mumbai WS, 2021 117* - Shane Watson (CSK) vs SRH, Mumbai WS, 2018 final ©SHIRSENDU KARMAKAR #IPL_2024
BANGLE TIMES
রুতুরাজের পাল্টা শতরান স্টোইনিসের, ঘরের মাঠে ২১০ করেও লখনউয়ের কাছে হার ধোনিদের ঘরের মাঠে ফিরেও জিততে পারল না চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ২১০ করেছিল চেন্নাই। মার্কাস স্টোইনিসের শতরানে রান তাড়া করে জিতে যায় লখনউ সুপার জায়ান্টস। ২১০ রান করেও হারতে হল চেন্নাই সুপার কিংসকে। প্রথমে ব্যাট করতে নেমে শতরান করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ঝোড়ো অর্ধশতরান করেন শিবম দুবে। তাতেও শেষরক্ষা হয়নি। রান তাড়া করতে নেমে শতরান করেন মার্কাস স্টোইনিস। শেষ দিকে তাঁকে সঙ্গ দেন নিকোলাস পুরান। শেষ পর্যন্ত টিকে থাকেন স্টোইনিস। টান টান ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তিন বল বাকি থাকতে জিতে যায় লখনউ। ©BANGLE TIMES #IPL_2024 #LSG
BANGLE TIMES
ইডেনে জসই বস্! শেষ বলে হার কলকাতার, ম্লান সুনীল নারাইনের শতরান, ২ উইকেটে জিতে শীর্ষে সঞ্জুরা ঘরের মাঠে জেতার কাছে পৌঁছেও হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। সুনীল নারাইনের দাপটে প্রথমে ব্যাট করে ২২৩ রান করে কেকেআর। জস বাটলারের শতরানে ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস। ব্যর্থ হল সুনীল নারাইনের শতরান। ইডেনে ২২৩ রান করেও জিততে পারল না কেকেআর। জস বাটলার শেষ পর্যন্ত টিকে থেকে রাজস্থান রয়্যালসকে জিতিয়ে মাঠ ছাড়লেন। আরও একটি শতরান করলেন তিনি। ব্যাটারেরা দাপট দেখালেও কেকেআরের বোলারেরা হতাশ করলেন। এই হারের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই থেকে থাকল কেকেআর। পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করল রাজস্থান। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। এই ম্যাচে রান পাননি আগের ম্যাচের নায়ক ফিল সল্ট। আবেশ খানের দুরন্ত ক্যাচে ১০ রানে ফেরেন তিনি। সল্ট রান না পেলেও আর এক ওপেনার নারাইন এই ম্যাচ শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। তিন নম্বরে নামা অঙ্গকৃশ রঘুবংশীর সঙ্গে জুটি বাঁধেন তিনি। দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করেন তাঁরা। ©BANGLE TIMES #IPL_2024