Nojoto: Largest Storytelling Platform

আমার শহর ধ্বংসস্তূপ - গতকালকে অতিরিক্ত উষ্ণতাজনিত

আমার শহর ধ্বংসস্তূপ -
গতকালকে অতিরিক্ত উষ্ণতাজনিত কারণে বাষ্প হওয়া যুগল অথবা 
বরফের ওপর কারণ অনুসন্ধানে রাখা হল -
স্বল্প তাপের ফলে সংঘটিত বৃদ্ধ দম্পতির নিথর শরীর ।
খোঁড়াখুড়িতে পাওয়া গেছে নিরাপত্তাহীনতায় প্রকাশ্যে আসা ধর্ষণ ,
হাস্যকর ভাবে মেয়ে শিশু জান বাঁচাতে ধরছে আতর কাঁদন ।
চাপা পড়া অবশিষ্টে থাকল -
আত্মঘাতী কয়েকশর মধ্যে কিছু ছাত্র ফাঁসি ,
শহর জুড়ে ভাঙন হওয়া রাজমিস্ত্রীর অভাব 
বোধহয় উব্ধগামী পলান্ডুর দামে সস্তায় বিকোচ্ছে প্রেম 
অথবা ভুলেই হয়েছে এই শহরে তোমার আমার দেখা ।
জীবাশ্ম আগুন ধরিয়েছে সমাদৃত ক্ষমতার হাসি হাসে যারা ,
অজানা আতঙ্কে জমায়েত হাজারো -
আবার নাকি আমার শহর ভাগ হবে ,
বাংলা ইংরেজি হিন্দি উর্দু হরফে । আমার শহর ধ্বংসস্তূপ -
তোমাকে দেখাবো বলে যা কিছু বর্তমান ছিল ,
কঙ্কালসম তার অধিকাংশই ।
তাই আর এসো না পাথরের টুকরোয় পা কাটাতে ,
আমার শহর ভাঙা আয়না -
দেখতে পারবো না মোদের মুখ তুমি আমি একসাথে ।

-Shuva Bhattacharjee ©
আমার শহর ধ্বংসস্তূপ -
গতকালকে অতিরিক্ত উষ্ণতাজনিত কারণে বাষ্প হওয়া যুগল অথবা 
বরফের ওপর কারণ অনুসন্ধানে রাখা হল -
স্বল্প তাপের ফলে সংঘটিত বৃদ্ধ দম্পতির নিথর শরীর ।
খোঁড়াখুড়িতে পাওয়া গেছে নিরাপত্তাহীনতায় প্রকাশ্যে আসা ধর্ষণ ,
হাস্যকর ভাবে মেয়ে শিশু জান বাঁচাতে ধরছে আতর কাঁদন ।
চাপা পড়া অবশিষ্টে থাকল -
আত্মঘাতী কয়েকশর মধ্যে কিছু ছাত্র ফাঁসি ,
শহর জুড়ে ভাঙন হওয়া রাজমিস্ত্রীর অভাব 
বোধহয় উব্ধগামী পলান্ডুর দামে সস্তায় বিকোচ্ছে প্রেম 
অথবা ভুলেই হয়েছে এই শহরে তোমার আমার দেখা ।
জীবাশ্ম আগুন ধরিয়েছে সমাদৃত ক্ষমতার হাসি হাসে যারা ,
অজানা আতঙ্কে জমায়েত হাজারো -
আবার নাকি আমার শহর ভাগ হবে ,
বাংলা ইংরেজি হিন্দি উর্দু হরফে । আমার শহর ধ্বংসস্তূপ -
তোমাকে দেখাবো বলে যা কিছু বর্তমান ছিল ,
কঙ্কালসম তার অধিকাংশই ।
তাই আর এসো না পাথরের টুকরোয় পা কাটাতে ,
আমার শহর ভাঙা আয়না -
দেখতে পারবো না মোদের মুখ তুমি আমি একসাথে ।

-Shuva Bhattacharjee ©