Nojoto: Largest Storytelling Platform

জুনিয়র ডাক্তারদের চাপে সরল পুলিশি লৌহকপাট, রাস্তা

জুনিয়র ডাক্তারদের চাপে সরল পুলিশি লৌহকপাট, রাস্তা পরিষ্কার করে দিয়ে লড়াই ফিরল ক্যাম্পাসে

কমিশনারের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা কথা বলার পর প্রতিনিধিদল বেরিয়ে এসে জানায়, ১৪ তারিখ ও ১২ তারিখের ঘটনা প্রসঙ্গে কমিশনার মেনে নিয়েছেন, এটি পুলিশি ব্যর্থতা।

কয়েক দফার মধ্যে অন্যতম একটি দাবি ছিল আরজি কর-কাণ্ডে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। সেই দাবি সম্বলিত স্মারকলিপি কলকাতার সিপির হাতেই জমা দিতে চেয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। কিন্তু সোমবার তাতে বাদ সেধেছিল ৯ ফুট উঁচু ‘লৌহকপাট’। আন্দোলনকারীদের রাস্তা আটকাতে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের অদূরে বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর দেওয়া হয়েছিল ওই ব্যারিকেড। ফিয়ার্স লেনের মুখেই বসে পড়েন জুনিয়র ডাক্তারেরা। শেষ পর্যন্ত মঙ্গলবার আন্দোলনকারীদের চাপের কাছে নতি স্বীকার করে সেই লৌহকপাট সরিয়ে দিল পুলিশ। লালবাজারে গিয়ে কমিশনারের হাতেই স্মারকলিপি তুলে দিল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। তার পরেই আন্দোলনকারীরা ফিরে যান আরজি হাসপাতালের ক্যাম্পাসে। জানিয়ে দেন, সেখান থেকেই চলবে আন্দোলন।

©BANGLE TIMES
  #R_G_Kar_Incident