Nojoto: Largest Storytelling Platform

#বিচিত্র স্বভাব, #মহঃ_হাবিবুল্লাহ_হাবিব। 07-09-202

#বিচিত্র স্বভাব,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
07-09-2020

বিচিত্র স্বভাবে কত শত প্রাণী,বাস সমাজের বুকে,
আমাদের করা নোংরামি রাখি,ভালোর মুখোশে ঢেকে।
কাক যত্নে বাসা বোনে আর,ডিম পাড়ে ওই কোকিল,
বাদী-বিবাদীর কথার প্যাঁচে,মুনাফা লোটে  উকিল।
বাঘ হরিণেরা খায় নাতো জল,কখনই এক ঘাটে,
শিয়ানার লড়াই বুদ্ধিতে বেশি,খুব কম দেখি মাঠে।
আইনের লোক আজ বহু আছে,নামে পুলিশের জাত, 
নিজ ক্ষমতায় ভাঙতে পারে না,আইনের কালো হাত। 
টাকায় ক্ষমতা কিনে রাখে ওই,ঘোষ বাবু,বোস বাবু,
টাকার ব্যাগতে প্রতিবাদ ভরে,বোবা জনতারা কাবু। 

ভোটের সময় নেতার স্বভাব, দেখি দারুণ নরম,
নেতার পাশের চামচা গুলোর,মেজাজ বড্ড গরম।
ভোটের আগে নেতা কেমন,হাত দুটো জোড় করে,
আর আমজনতারা দু হাত পাতে,পাঁচটা বছর ধরে।
ক্ষমতার জোরে এই সমাজের মূর্খরা হয় জ্ঞানী,
ক্ষমতার জোরে দাপুটে নেতার,মিথ্যে ভাষণও বাণী।
চালন দেখো ওই সুঁচেরে কয়,ছিদ্র যে তোর পিছে,
অথচ চালনে ছিদ্র হাজার,সেই কথাটা কি মিছে।
দাঁত থাকিতেও অনেকে বুঝিনা,মর্ম কি যে দাঁতের,
গরিব না হলে কখনো বুঝিনা,অভাব টা কি ভাতের।

সুর শুনি এক,আর বাজনাটা,বাজাই আলাদা গানে,
দুধ দিলে বেশি,সেই গাভীটার-বাঁটগুলো বেশি টানে।
আজব মানুষ বিড়ালের মত,যেই না পড়িবে ঠেলায়,
তার আগে কভু স্রষ্টারই নাম,মুখে নাহি দেখা যায়।
যে ছেলেটা রাতের আঁধারে,ঢোকে বাঈজীর ঘরে,
সকালে দেখো সেই ছেলে তার,বোনকে শাসন করে।
অভাবেই কেউ চুরি করে,কেউ স্বভাবেও করে চুরি,
চোরকে সাধু সাজাতেও করে,চোরের চামচাগিরি।
শ্রমিকের দাম ফাঁকি দিয়ে মোরা,ফসলটা ঘরে তুলি,
শুধু সরকারি খাজনার বেলা,দোষী কেনো বুলবুলি।
__--__--__---__--__---__--__--__--__--__

© #farmersprotest
#বিচিত্র স্বভাব,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
07-09-2020

বিচিত্র স্বভাবে কত শত প্রাণী,বাস সমাজের বুকে,
আমাদের করা নোংরামি রাখি,ভালোর মুখোশে ঢেকে।
কাক যত্নে বাসা বোনে আর,ডিম পাড়ে ওই কোকিল,
বাদী-বিবাদীর কথার প্যাঁচে,মুনাফা লোটে  উকিল।
বাঘ হরিণেরা খায় নাতো জল,কখনই এক ঘাটে,
শিয়ানার লড়াই বুদ্ধিতে বেশি,খুব কম দেখি মাঠে।
আইনের লোক আজ বহু আছে,নামে পুলিশের জাত, 
নিজ ক্ষমতায় ভাঙতে পারে না,আইনের কালো হাত। 
টাকায় ক্ষমতা কিনে রাখে ওই,ঘোষ বাবু,বোস বাবু,
টাকার ব্যাগতে প্রতিবাদ ভরে,বোবা জনতারা কাবু। 

ভোটের সময় নেতার স্বভাব, দেখি দারুণ নরম,
নেতার পাশের চামচা গুলোর,মেজাজ বড্ড গরম।
ভোটের আগে নেতা কেমন,হাত দুটো জোড় করে,
আর আমজনতারা দু হাত পাতে,পাঁচটা বছর ধরে।
ক্ষমতার জোরে এই সমাজের মূর্খরা হয় জ্ঞানী,
ক্ষমতার জোরে দাপুটে নেতার,মিথ্যে ভাষণও বাণী।
চালন দেখো ওই সুঁচেরে কয়,ছিদ্র যে তোর পিছে,
অথচ চালনে ছিদ্র হাজার,সেই কথাটা কি মিছে।
দাঁত থাকিতেও অনেকে বুঝিনা,মর্ম কি যে দাঁতের,
গরিব না হলে কখনো বুঝিনা,অভাব টা কি ভাতের।

সুর শুনি এক,আর বাজনাটা,বাজাই আলাদা গানে,
দুধ দিলে বেশি,সেই গাভীটার-বাঁটগুলো বেশি টানে।
আজব মানুষ বিড়ালের মত,যেই না পড়িবে ঠেলায়,
তার আগে কভু স্রষ্টারই নাম,মুখে নাহি দেখা যায়।
যে ছেলেটা রাতের আঁধারে,ঢোকে বাঈজীর ঘরে,
সকালে দেখো সেই ছেলে তার,বোনকে শাসন করে।
অভাবেই কেউ চুরি করে,কেউ স্বভাবেও করে চুরি,
চোরকে সাধু সাজাতেও করে,চোরের চামচাগিরি।
শ্রমিকের দাম ফাঁকি দিয়ে মোরা,ফসলটা ঘরে তুলি,
শুধু সরকারি খাজনার বেলা,দোষী কেনো বুলবুলি।
__--__--__---__--__---__--__--__--__--__

© #farmersprotest