Nojoto: Largest Storytelling Platform

Best মহঃ_হাবিবুল্লাহ_হাবিব Shayari, Status, Quotes, Stories

Find the Best মহঃ_হাবিবুল্লাহ_হাবিব Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 15 Stories

#জীবনের_হিসাব,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।

কবির কলমে জীবন রচিত,কল্পিত নানা রুপে,
সরল জটিলে হিসাব মেলেনি,বসে ভাবি নিশ্চুপে।
জীবনকে আমি কতোটা দিয়েছি,কিকি সেই অবদান,
পুরো জীবনটা, আজ অঙ্ক ভেবে,খুঁজি তার সমাধান।

প্রথম যেদিন জন্মের পরে,এই পৃথিবীতে আসি,
পরিবারে আমি যোগ হয়ে গেছি,সংখ্যাটা এক বেশি।
মায়ের স্নেহে,বাবার আদরে,উঠেছি আমি যে বেড়ে,
বাবা মা'র সেই কষ্টেরই দাম,দেখিনি হিসেব করে।
আজকে আমি অনেক বড়ো,প্রতিষ্ঠিত কেহ তাই,
বাবা মা'র সেই দেনা পাওনাটা,শোধ করে দিতে চাই।
অর্থের গরমে,বিবেক চরমে,ভাবিনি তো কোনোদিন,
বাবা মা'র স্নেহ মমতার দাম,সবচেয়ে বড় ঋণ।
সময়ের সাথে বেড়ে যে উঠেছি,জাগেনি বিবেক-বোধ,
স্নেহ মমতার দাম হয়না তো,হয়না তো পরিশোধ।

পৃথিবীর জনসংখ্যা যখন,গাণিতিক হারে বাড়ে,
হিসেব করে আদম সুমারি,যোগ বিয়োগের ঘরে।
পৃথিবীটা আজ গ্রাস করেছে,মহামারী কোনো রোগ,
রোজ রোজ কতো মানুষ দিতেছে,মৃত্যু মিছিলে যোগ।
এই বিয়োগের হিসাব মেলায়,দেশের প্রতিটি পাতা,
আজ পৃথিবীটা পরিনত এক,যোগ বিয়োগের খাতা।

বিয়োগের বেলা উপরেতে ছোটো,পাশ থেকে করি ধার,
জীবনের হিসাবে কমজোরি হলে,ধার দেয় নাতো আর। 
বিয়োগেতে বাজে,বিরহের বাঁশি,বিয়োগেতে কাঁদে মন,
পাষাণ হৃদয় কাঁদে বিয়োগেতে,কাঁদেও আপনজন।
পরিবারে যখন স্রষ্টার দানে,পৃথিবীতে কেহ আসে,
যোগের খুশিতে সারা পরিবার,খুশির জোয়ারে ভাসে।
সহজ পথে গুণ করি মোরা,বার বার যোগে রাগ,
বাবা মা' মরার আগে পরে করি,সব সম্পত্তির ভাগ।
ছেলেরাই পাই কিছু বেশি বেশি,কম মেয়েদের বেলা,
ভাগের হিসাবে মেয়েদের বেলা,হয় বেশি অবহেলা।
সরল অঙ্ক,মুখে বলাটা সহজ,কষাটা সহজ নয়,
সরল ভেবে যত সহজেতে করি,তত জটিলের ভয়।

তেল আর জল,মেশে নি কখনো,দেখিনি তো কভু আগে,
অঙ্কের হিসাবে মিল হতে গেলে,সম-অনুপাত লাগে।
জটিল অঙ্কের হিসাব মেলাতে,ভেবে চলি দিনে রাতে,
জীবনের অনেক হিসাব মেলেনা,চলে ব্যাস্তানুপাতে।
কর্মের চেয়ে ফল বেশি পেলে,হই সকলেতে খুশি,
শতকরা হারে,আজ প্রতিদিন জীবনের সুদ কষি। 
অঙ্কের হিসাবে গতিবেগ মাপি,ঘন্টা দূরত্বের হারে,
জীবনের গতি জানি থেমে যাবে,শেষ বয়সের ভারে।
সহজে যখন ভাগটা মেলেনা,সবগুলো ধরি গড়ে,
কমেরাই সেথা হয় লাভবান,বেশিরাই ধরা পড়ে।

এই জীবনের হিসেব মেলেনি,যোগ বিয়োগের ঘরে,
গুণ ভাগ করে তবুও দেখেছি,শূন্যতা আসে ফিরে।
চেষ্টার পরে,যদি যাই হেরে,ফিরে আসি দশমিকে,
আমিতো একটা নিছক সংখ্যা,দশমিক বাম দিকে।
দৈর্ঘ্য,প্রস্থ, উচ্চতা নেই,  তবু গণিতে বিন্দু লাগে,
কিন্তু মানুষ মরিলে চন্দ্রবিন্দু,যুক্ত নামেরই আগে। 
"" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "

© #Morningvibes

#বিচিত্র স্বভাব,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
07-09-2020

বিচিত্র স্বভাবে কত শত প্রাণী,বাস সমাজের বুকে,
আমাদের করা নোংরামি রাখি,ভালোর মুখোশে ঢেকে।
কাক যত্নে বাসা বোনে আর,ডিম পাড়ে ওই কোকিল,
বাদী-বিবাদীর কথার প্যাঁচে,মুনাফা লোটে  উকিল।
বাঘ হরিণেরা খায় নাতো জল,কখনই এক ঘাটে,
শিয়ানার লড়াই বুদ্ধিতে বেশি,খুব কম দেখি মাঠে।
আইনের লোক আজ বহু আছে,নামে পুলিশের জাত, 
নিজ ক্ষমতায় ভাঙতে পারে না,আইনের কালো হাত। 
টাকায় ক্ষমতা কিনে রাখে ওই,ঘোষ বাবু,বোস বাবু,
টাকার ব্যাগতে প্রতিবাদ ভরে,বোবা জনতারা কাবু। 

ভোটের সময় নেতার স্বভাব, দেখি দারুণ নরম,
নেতার পাশের চামচা গুলোর,মেজাজ বড্ড গরম।
ভোটের আগে নেতা কেমন,হাত দুটো জোড় করে,
আর আমজনতারা দু হাত পাতে,পাঁচটা বছর ধরে।
ক্ষমতার জোরে এই সমাজের মূর্খরা হয় জ্ঞানী,
ক্ষমতার জোরে দাপুটে নেতার,মিথ্যে ভাষণও বাণী।
চালন দেখো ওই সুঁচেরে কয়,ছিদ্র যে তোর পিছে,
অথচ চালনে ছিদ্র হাজার,সেই কথাটা কি মিছে।
দাঁত থাকিতেও অনেকে বুঝিনা,মর্ম কি যে দাঁতের,
গরিব না হলে কখনো বুঝিনা,অভাব টা কি ভাতের।

সুর শুনি এক,আর বাজনাটা,বাজাই আলাদা গানে,
দুধ দিলে বেশি,সেই গাভীটার-বাঁটগুলো বেশি টানে।
আজব মানুষ বিড়ালের মত,যেই না পড়িবে ঠেলায়,
তার আগে কভু স্রষ্টারই নাম,মুখে নাহি দেখা যায়।
যে ছেলেটা রাতের আঁধারে,ঢোকে বাঈজীর ঘরে,
সকালে দেখো সেই ছেলে তার,বোনকে শাসন করে।
অভাবেই কেউ চুরি করে,কেউ স্বভাবেও করে চুরি,
চোরকে সাধু সাজাতেও করে,চোরের চামচাগিরি।
শ্রমিকের দাম ফাঁকি দিয়ে মোরা,ফসলটা ঘরে তুলি,
শুধু সরকারি খাজনার বেলা,দোষী কেনো বুলবুলি।
__--__--__---__--__---__--__--__--__--__

© #farmersprotest

কবিতা :#বাঁচার_লড়াই,
কলমে :#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
রচনাকাল :৩১/০৭/২০২০
পোস্ট :০৮/১২ /২০২০
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
দেশটা যখন বিপদমুখী ,মানুষ এত কীসের বড়াই,
বাঁচার মত বাঁচতে যখন,রোজ করে যাই বাঁচার লড়াই।
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি,তবুও মানুষ মাথা মোটা,
চোখের উপর চামড়া থেকেও,নাকের'পরে চশমা আঁটা।
নীতি কথায় ভাষণ ঝাড়ি,বিবেক টা দিই  জলাঞ্জলি,
নেতার মত আমিও ঝাড়ি,মিথ্যে শপথ, মিথ্যে বুলি।
বাঁচার মত বাঁচতে শেখো,তবেই পাবে বাঁচার সাধ,
জীবন গড়ো,আলোর মত,করুক সবাই আশীর্বাদ।
অন্য কারো দয়াতে নয়,বাঁচতে শেখো নিজেই খেটে,
তোমার বেড়ে ওঠাই যেনো,হয় না কারো চরণ চেটে।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
পৃথিবী যখন মৃত্যু মিছিল,তবুও লড়াই কিসের জাতে,
ক্ষুধায় যখন গরিব মরে,লড়াইটা হোক ভাত-রুটিতে।
লড়াই কেনো বাবরি-রামে,লড়াই কেনো অস্ত্র দিয়ে,
দেশটা যখন উলঙ্গ আজ,লড়াইটা হোক বস্ত্র নিয়ে।
দেয়ালে যখন পিঠ ঠেকেছে,বাঁচার কোনো রাস্তা নাই,
তফাত কেনো জাত-বেজাতে,আমরা সবাই চাকরি চাই।
বুক চিতিয়ে দেশকে বাঁচাও,এ দেশ মোদের মাতৃভূমি,
দেশের কাছে সম্পদ নও,একটা কেবল সংখ্যা তুমি।
বেঁচে থাকার জন্যে লড়াই,লড়াইটা হোক জীবন-মানের,
শ্মশান-গোরের লড়াই কেন,লড়াইটা হোক বাসস্থানের।
মানুষ তুমি কেবল মানুষ,স্রষ্টার চেয়ে ঊর্ধ্বে নও,
নিয়ম মেনে নিজেই বাঁচো,অপরকেও বাঁচতে দাও।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
কামাক্ষ্যাপুর,গোসাবা, দক্ষিণ চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত, ৭৪৩৬১১
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

© #Night

#প্রেমের_কবর,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।

পাগলি'রে তোর অন্য কেহ বর,অন্য মনে বাঁধলি সুখের ঘর,
সে'জন এখন সব চাইতে আপন,আমি যে তোর আপন হয়েও পর। 
আমায় তুই সত্যি ভুলে গেছিস,দিব্যি আছিস নতুন শ্বশুর বাড়ি,
চূড়িদার কি এখনো তুই পরিস?নাকি এখন বাটী প্রিন্টের শাড়ি?
নিয়ম করে কাজল পরিস চোখে?সুরমা আতর যখন তখন মাখিস?
সাজলে তোকে আজকে কেমন দেখায়,দেখার জন্য নতুন ওকে ডাকিস?
আচ্ছা আগের মত হি হি করে হাসিস?খাস মাটিতে হেসে লুটোপুটি?
ইচ্ছে মত দামী জুতো পরিস?নাকি দিদির মত আজো হাওয়াই চটি!
আগের মত দেরিতে ঘুম ভাঙে?নাকি নিয়ম করে ভোরবেলাতে ওঠা,
ঘরের কাজ সবকিছু তুই পারিস?নাকি তার জন্যে শাশুড়ি দেয় খোটা?

আজ বিজ্ঞানের এই উন্নতিরই যুগে,কথা হল বহু দিনের পরে,
চোখের আলোয় পাইনা তোরে দেখা,দেখার জন্য মনটা কেমন করে।
বিয়ের পরে প্রথম যেদিন গেলি,বন্ধ হল সকল কোলাহল,
আমি যে তোর আপন মানুষ ছিলাম,পর হতে কি সময় লাগে,বল্! 
তোর মত কেউ আমার পাশেও থাকে,তোর মত তার হয়তো সবই একই,
তবুও কেনো মন খারাপের দিনে,বারে বারে স্বপ্নে তোকেই দেখি।
আমি কেবল একাই তোকে ভাবি,আমার জন্যে কাঁদে কি তোর হিয়া?
কেমন আছি খবর কি আর নিবি?নাকি সেসব বলবি পরকীয়া।
তোর রাগটা সবগুলো সে মানে?অভিমানও সয়ে নেয় মুখ বুজে?
নাকি কোনো ঝগড়া ঝাটি হলে,একা কাঁদিস বালিশে মুখ গুঁজে।

সেকি তোর মনের কথা বোঝে?নাকি শরীর খোঁজে রক্তক্ষরণ হলে,
অসুখ বিসুখ হলে এখন দ্যাখে?নাকি বাপের বাড়ি দিয়ে আসে ঠেলে।
অল্পেতে তোর ঠান্ডা লাগে এখন?ধোঁয়া,ধুলোয় লাগে কি তোর হাঁচি,
জ্বর হলে তোর,জল পটি সে দেয়?থাকে কি তোর মনের কাছাকাছি?
ওকে এখন 'তুই' বলে কি ডাকিস?ও নিশ্চয়ই আমার চেয়েও ভালো?
আমি তো আর আগের মতন নই,তুই টা আমার আপনি হয়ে গেলো।
আমায় নিয়ে অসুবিধা হলে,নিস না আর নতুন করে খবর,
এমনি করে হঠাৎ বিদায় নেবো,খুঁজবি কি আর কোনটা আমার কবর।
আমার মত তোরও মরণ হবে,তোর দেহটা সেদিন খাবে মাটি,
তুই তো আমার মিথ্যে ভালোবাসা,তোর চেয়েও মৃত্যু চরম খাঁটি।
                    __--__

© #Hopeless

#তুমিও_ভালো_থেকো
(FEMALE VERSION)
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
"" "" "" "" "" "" """"" "" "
জনতারই ভিড়ে,ব্যস্ত দুপুরে,প্রথম তোমাকে দেখি,
রবির আলোকে,যেনো আড়চোখে,শুরু হয় চোখাচোখি।
তোমাকে দেখেছি দুই চোখ জুড়ে,মাটিতে দেখেছি ছায়া,
তোমার মুখেতে চাহিয়া দেখেছি,মোহময়ী এক মায়া।
দূর থেকে দেখি,মনে কিছু লিখি,হৃদপটে আঁকি ছবি,
চিঠি লিখে দেবো,ভাবিতে হলাম,অগোছালো এক কবি।
মাঝে মাঝে আমি মুখ ফিরে দেখি,তুমি চেয়ে অবিরাম,
সময়ের স্রোতে,ভাবি নিজ মতে,কিবা দেবো এর নাম।
তোমার 'তুমি'কে জানিতে গো চাই,কেনো বারেবার দেখো,
এলো মুখ থেকে,পাগলামি দেখে,বোকা ছেলে, ভালো থেকো।

একদিন ঘরে,খাতা নেড়েচেড়ে, কপালে পড়িলো ভাঁজ,
সব পাতা জুড়ে,তব নাম লেখা,একি দেখিলাম আজ।
কবিতার খাতা,পুরো এক পাতা,তব ছবি দিলে এঁকে,
লিখিলে সেথায়,করে অনুনয়,"হেথা দাও কিছু লিখে।"
সবি দেখিলাম,কিছু লিখিলাম,করিলাম হাসাহাসি,
ভয় রেখে দূরে,বলি প্রাণ ভরে,ভালোবাসি ভালোবাসি।
তারপর থেকে শুরু হল মোর,লুকোচুরি,কথা বলা,
কখনো কখনো হয়েছে সুযোগ,হাত ধরে পথ চলা।
লোম ভরা বুকে,বলি মাথা রেখে,মোরে ছেড়ে যেও নাকো,
যদি ছেড়ে যাও,তবে শুনে যাও,যেথা থাকো - ভালো থেকো।

মন দোলাচলে,কতকিছু বলে,আমি যে অবলা নারী,
বুক ফাটে তবু,মুখ ফোটেনা যে,কেমনে বলিতে পারি।
কিছুদিন চলে আবেগের প্রেম,তার মাঝে ওঠে ঝড়,
ফুল গেলো ঝরে,গাছ গেলো মরে,শাখা ভাঙে মড়মড়।
পশ্চিমে আকাশে ঘনীভূত হল,জাতি বিভেদের মেঘ,
আমি হিন্দু,আর তুমি মুসলিম,বাড়িলো হাওয়ার বেগ।
সারা পাড়া গ্রাম,হল বদনাম,বাবা মাও গেলো বুঝে,
তড়িঘড়ি করে,দিলো জোর করে,নতুন ঠিকানা খুঁজে।
আমি সেই মেয়ে,তার কাছে গিয়ে,সুখ খুঁজি একমুঠো,
বানভাসি চোখে সব ভেসে গেলো,ভালোবাসা খড়কুটো।
যদি মনে পড়ে,কভু ঘুম ঘোরে,রাতের তারা কে দেখো,
পারিনি বলিতে শেষ কথা টুকু,প্রিয়তম ভালো থেকো।

আমাকে হারিয়ে,তুমি কি ফেলেছো,এক বুক দীর্ঘশ্বাস,
হয়েছো কি তুমি আমাকে হারিয়ে,শরতের দেবদাস।
হয়তো বা তুমি আমাকে ভোলোনি,মনে ছিল অবসাদ,
দূর থেকে তুমি,পাওনি দেখিতে,প্রেমেরই আর্তনাদ।
রাতের বিছানা,চোখের ঠিকানা,শ্রাবণে ভেসেছি শুধু,
হইনি তো কারো,প্রিয়তমা আমি,শুধুই সেজেছি বধূ।
তোমাকে খুঁজিতে,হারিয়ে গিয়েছি,বেদনার বালুচরে,
বুকের বেদনা পাওনি দেখিতে,মাংস কে ভেদ করে।
তিলে তিলে মোরে শেষ করে দেয়,পেয়ে হারানোর শোক,
আমি মরে গেলে,তোমার বুকেতে,আমার সমাধি হোক।
যদি ভেসে যাই মাঝ দরিয়ায়,যদি ফিরে নাহি দেখো,
চোখের জলেতে লিখে দেবো তবু,ওগো প্রিয়, ভালো থেকো।
__--__
(প্রতিটি ছত্র কুড়ি টি অক্ষর বিশিষ্ট। #river

#তুমি_ভালো_থেকো,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
"" "" "" "" "" "" "" "" "" "
প্রথম যেদিন দেখেছি তোমায়,ব্যস্ত পথের বাঁকে,
প্রথম যেদিন দেখেছি তোমায়,মৌমাছি দের ঝাঁকে,
প্রথম যেদিন দেখেছি তোমায়,অদুরে শূন্য নীড়ে,
প্রথম যেদিন দেখেছি তোমায়,শত লোকের ভিড়ে,
প্রথম যেদিন দেখেছি তোমায়,একাকী ছবি আঁকো,
পরিচয় নেই তবুও বলেছি,ও মেয়ে ভালো থেকো।

তার পরে আমি মনের ঘরে,এঁকেছি তোমার ছবি,
তোমাকে কিছু লিখিতে হলাম,আনকোরা এক কবি।
একদিন আমি চুরি করে যেই,তোমার খাতা পড়ি,
সাদা পাতা জুড়ে চেয়ে দেখি শুধু,কবিতা ছড়াছড়ি।
সেদিন প্রথম তোমাকে বলেছি,"তুমি দারুণ লেখো,"
সেদিন প্রথম তোমায় বলেছি,"ও মণি ভালো থেকো"।

তারপর বেশ কিছু দিন গেলো,প্রেমের আঙিনায়,
খবর পেয়েছি তুমি চলে গেছো,নতুন ঠিকানায়।
কিছুদিন পরে সামনে এলে,কপালে সিঁদুর এঁকে,
বুকটা সেদিন ভেঙে চুরমার,এক পলকে দেখে।
তোমাকে সেদিন তবু বলেছি,"বান্ধবী ভালো থেকো,
নতুনেরই কাছে কষ্ট পেলে,আমি মরে যাব দেখো।"

খরস্রোতা নদী স্রোতের টানে,দেড় যুগ কেটে গেছে,
মাঝে মাঝে তুমি আমায় খোঁজো,মিছে সময়ের পিছে।
যতবার তুমি আঘাত পেয়ে,আমায় ভেবেছো মনে,
ততবার যেনো দু'ফোটা পানি,এসেছে চোখের কোণে।
মনে মনে আমি প্রার্থনা করেছি,প্রভু মণি'রে দেখো,
মনে মনে শুধু তোমায় বলি,প্রিয়তমা ভালো থেকো।

সেদিন রাতে স্বপন দেখেছি,তুমি আছো পথে পড়ে,
আমি অসহায় পথিক বেশে,তুলিলাম হাত ধরে।
পা পিছলে পড়েছিলে সেথা,লেগেছে কোমর ও হাতে,
ঘুম ভেঙে দেখি তুমিও নেই,ঘুম নেই বাকি রাতে।
বালিশে কেঁদেছি,প্রভুরে বলেছি,তুমি মণি'রে দেখো,
মনে মনে আমি কাঁদিয়া বলি,"ওগো মণি ভালো থেকো।
__--__
(প্রতিটি ছত্রে উনিশ টি করে অক্ষর আছে।) #moonlight

#তুমি_ভালো_থেকো,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
"" "" "" "" "" "" "" "" "" "
প্রথম যেদিন দেখেছি তোমায়,ব্যস্ত পথের বাঁকে,
প্রথম যেদিন দেখেছি তোমায়,মৌমাছি দের ঝাঁকে,
প্রথম যেদিন দেখেছি তোমায়,অদুরে শূন্য নীড়ে,
প্রথম যেদিন দেখেছি তোমায়,শত লোকের ভিড়ে,
প্রথম যেদিন দেখেছি তোমায়,একাকী ছবি আঁকো,
পরিচয় নেই তবুও বলেছি,ও মেয়ে ভালো থেকো।

তার পরে আমি মনের ঘরে,এঁকেছি তোমার ছবি,
তোমাকে কিছু লিখিতে হলাম,আনকোরা এক কবি।
একদিন আমি চুরি করে যেই,তোমার খাতা পড়ি,
সাদা পাতা জুড়ে চেয়ে দেখি শুধু,কবিতা ছড়াছড়ি।
সেদিন প্রথম তোমাকে বলেছি,"তুমি দারুণ লেখো,"
সেদিন প্রথম তোমায় বলেছি,"ও মণি ভালো থেকো"।

তারপর বেশ কিছু দিন গেলো,প্রেমের আঙিনায়,
খবর পেয়েছি তুমি চলে গেছো,নতুন ঠিকানায়।
কিছুদিন পরে সামনে এলে,কপালে সিঁদুর এঁকে,
বুকটা সেদিন ভেঙে চুরমার,এক পলকে দেখে।
তোমাকে সেদিন তবু বলেছি,"বান্ধবী ভালো থেকো,
নতুনেরই কাছে কষ্ট পেলে,আমি মরে যাব দেখো।"

খরস্রোতা নদী স্রোতের টানে,দেড় যুগ কেটে গেছে,
মাঝে মাঝে তুমি আমায় খোঁজো,মিছে সময়ের পিছে।
যতবার তুমি আঘাত পেয়ে,আমায় ভেবেছো মনে,
ততবার যেনো দু'ফোটা পানি,এসেছে চোখের কোণে।
মনে মনে আমি প্রার্থনা করেছি,প্রভু মণি'রে দেখো,
মনে মনে শুধু তোমায় বলি,প্রিয়তমা ভালো থেকো।

সেদিন রাতে স্বপন দেখেছি,তুমি আছো পথে পড়ে,
আমি অসহায় পথিক বেশে,তুলিলাম হাত ধরে।
পা পিছলে পড়েছিলে সেথা,লেগেছে কোমর ও হাতে,
ঘুম ভেঙে দেখি তুমিও নেই,ঘুম নেই বাকি রাতে।
বালিশে কেঁদেছি,প্রভুরে বলেছি,তুমি মণি'রে দেখো,
মনে মনে আমি কাঁদিয়া বলি,"ওগো মণি ভালো থেকো।
__--__
(প্রতিটি ছত্রে উনিশ টি করে অক্ষর আছে।) #newday

#আমি_আমার_মত,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
"" "" "" "" "" "" ""
নাইবা থাকুক কারো কাছে মূল্য আমার,
সখও নেই আমার ভীষন দামী হবার,
সাধ্যও নেই দু'হাত ভরে কিছু দেবার,
লজ্জা ভীষন দু'হাত পেতে কিছু নেবার,
মনের মাঝে পুষে রাখি দুঃখ যত,
ইচ্ছে আমার থাকবো আমি আমার মত।

মনের মতো প্রেমিক কারো নাইবা হলাম,
ভালোবাসার মানুষ আমি নাইবা পেলাম,
না হয় আমি অশ্রু ফোটায় মিলিয়ে গেলাম,
থাকবো একই,আগে আমি যেমন ছিলাম,
চোখে না হয় বৃষ্টি ঝরুক অবিরত,
আমি শুধু থাকবো জেনো আমার মত।

আব্বু বলে হাবিব মানে বন্ধু সবার,
সখ নেই আর নতুন করে বন্ধু হবার,
বন্ধু হয়ে মারবো কেন পিছে ছুরি,
চাই না লোকে বলুক আমায় বাহাদুরি
চাইনা কোনো বন্ধু বলুক খারাপ কত?
সবার মাঝে থাকবো আমি আমার মত।

চাইনা কেহ বাসা বাঁধুক শূন্য নীড়ে,
চাইনা আমি হারিয়ে যাই লোকের ভিড়ে,
মেঘ জমেছে আমার মনের আকাশ ঘিরে,
জীবন-তরী চাইনা ভিড়ুক তোমার তীরে,
বয়স মেপে নাইবা হলাম পরিণত,
চিরকালই থাকবো আমি আমার মত।
"" "" "" "" "" "" "" "" #Isolated

#ভালো_থাকুক_ভালোবাসা,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
"" "" “"" "" "" "" "" "" ""
প্রেমের আগুনে নিজেকে পুড়িয়ে,তিলে তিলে করি ছাই,
বিরহের আগুন ছোঁয়নি তোমায়,আমি অভিমানী তাই।
দিন রাত কাটে,অপেক্ষার মাঠে,প্রিয়তম চিঠি লেখো,
বেদনার খামে,শুধু ধুলো জমে,চোখ মেলে প্রিয় দেখো।
কলমের ডগা,ধরে রাত জাগা,চিঠি লিখি প্রিয়জন,
ঘরে থেকোনা কো,চোখ মেলে দেখো,লেগেছে চন্দ্র গ্রহণ।
রবি আর শশী,দেখো পাশাপাশি,কেমনে ফেলিছে গিলে,
বিরহ-অনলে,ভালো আছি বলে,পুড়ে যাই তিলে তিলে।
তুমি চেয়েছিলে,তুমি চলে গেলে,বেঁচে থাক্ ক্ষীণ আশা,
আমি বলি ওরে,আছো যার ঘরে,ভালো থাক্ ভালোবাসা।

ভালো থাক্ তারা,ভালোবাসি বলে, অভিনয় করে চলে,
আমি কেবলই ভালোবেসে গেছি,প্রেম কুড়াবার ছলে।
ভালো থাক্ তারা,প্রেমেরই নামেতে মিথ্যে বাহানা করে,
হাতে রাখা হাত,বদলে ফেলে যে,ঠিক গোধূলির পরে।
ভালো থাক্,যারা স্বপন দেখায়,এক যুগ পরিমাণ,
ভালো থাক্,যারা পুরাতনে খোঁজে,নতুনের ব্যবধান।
ভালো থাক্ যারা,করেনা তো ভয়,কেহ দেবে অভিশাপ,
ভালো থাক্ তারা,প্রেমকে কাঁদিয়ে করেনি কো অনুতাপ।
ভালো থাক্ তারা,ধরেছে যাদের,মেয়ে পটানোর নেশা,
নীরব নগরে,তাদের শহরে,ভালো থাক্ ভালোবাসা।

ভালো থাক্ তারা,বিবেকের চাম ছিটেফোটা নেই গায়,
ভালো থাক তারা,অপরে কাঁদিলে,নিজেরা আনন্দ পায়।
তুমি বিরহীনি,তার কাছে ঋণী,ভালোবেসে দুই বেলা,
যত কাছে যাও,দূরে সরে যায়,বাড়ে তত অবহেলা।
প্রেমের আগুনে,পুড়ে আনমনে,তুমি মৃত্যু যন্ত্রণায়,
তোমাকে সে দেখে,যেনো নাহি দেখে,পাশ ফিরে চলে যায়।
কত সহজে বলে দেওয়া যায়,প্রিয় তুমি ভালো থেকো,
ভালো তো থাকিব,তখনই আমি,যদি তুমি ভালো রাখো।
মধু খেয়ে নিলে,যাবে ভিন ফুলে,এই ছিল তব পেশা,
পর হয়ে গেলে,তবু যাই বলে,ভালো থাক্ ভালোবাসা।
"""""""""*****""""""""
(প্রতিটি ছত্রে কুড়িটি করে অক্ষর আছে।) #Health

#আমরা_কেমন_মানুষ?
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
"" "" "" "" "" ""
স্রষ্টা তোমার সৃষ্ট জীবের,আমরা সেরা জাতি,
আমরা মানুষ,কেমন মানুষ!ভাবছি দিবা রাতি।
স্রষ্টা গড়েছে খুব আদরে,মানুষের অবয়বে,
জাতির শ্রেষ্ঠ মানব বলিয়া,পাঠিয়েছে এই ভবে।
আমরা মানব,শ্রেষ্ঠ মানব,আমরা কভু দানব নই,
বন্য প্রাণীর খাইয়ে বারুদ,আমরা বেজায় খুশি হই।
হোকনা সেতো কুকুর বেড়াল,হোকনা বুনো হাতি,
তাদের মরণ দেখার আশায়,আনন্দেতে মাতি,

পিঁপড়ের দল আহারের খোঁজে,একসাথে যায় কাজে,
আমি চেয়ে তার শৃঙ্খলা দেখি,মিল দেখি তার মাঝে।
একে একে তারা দল বেঁধে যায়,আশেপাশে থাকে আরো,
সকলের পিছে সকলেই চলে,টপকায় না কেহ কারো।
আমরা মানুষ,আজব মানুষ,আমাদের নেই জুড়ি,
মানুষের লাইনে শুরু করে দেই,বিবেকের হুড়োহুড়ি।
একটা কাকে বিপদে পড়িলে,হাজার কাকেরে দেখি,
অপরের বিপদ দেখিলে মানুষ,ঘরের ভিতরে থাকি।

দেখেছি কুকুর মালিকের লাগি,সারারাত থাকে জেগে,
মনিবের লাগি 🏇ঘোড়া দৌড়ায়,সারাক্ষণ হাওয়ার বেগে।
পায়রা বাড়িতে দুদিন পুষিলে,সে যায়না তো উড়ে,
পা খোলা রাখে,তবু তারা থাকে,মালিকের উঠোন জুড়ে।
সাম্যতা দেখি 🐝মৌমাছিদের,মধু রাখে এক ঘরে,
মানুষের খাবার এক ঘরে হলে,মারামারি করে মরে।

মানুষের মাঝে লোভ দেখেছি,দেখেছি হিংসা ক্রোধ,
মানুষের মাঝে সততা দেখিনি,দেখিনি বিবেক বোধ।
মালিকের ঘরে পাহারা দিতে,খুঁজি মালিকের কমজোরি,
মালিকের ঘরে চোর সেজে আজ,আমি করি সব চুরি।
এক মুঠোহাত জায়গা ছাড়িতে,আমরা চিনি না ভাই,
ক্ষমতার জোরে মানুষ মারিয়া,আমরা কি সুখ পাই!
নিজের দোষ ঢাকা দিই মোরা,অপরের ধরি তুলে,
আমরা মানুষ দাবী করি শুধু,দেখতে মানুষ বলে।
"" **"" **"" **"" **"" **"" ** #Health
loader
Home
Explore
Events
Notification
Profile