Nojoto: Largest Storytelling Platform

ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস! মৃত

ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস! মৃত অন্তত পাঁচ, আহত ৩০, ক্ষতিপূরণ ঘোষণা নবীনের

পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৩০ জনেরও বেশি। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে।

ওড়িশায় জাজপুরে দুর্ঘটনার মুখে পড়ল পুরী থেকে কলকাতাগামী একটি যাত্রিবাহী বাস। সোমবার রাতে স্থানীয় বারবাটি ব্রিজ থেকে পড়ে যায় বাসটি। রাত ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে। পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৩০ জনেরও বেশি। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে তোলার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

©BANGLE TIMES
  #Nabin_Pattnaik