Nojoto: Largest Storytelling Platform

যেবার আমার ওড়নার খুঁট আটকে ছিল শিমুল কাঁটায় লাল

যেবার আমার ওড়নার খুঁট আটকে ছিল শিমুল কাঁটায়
লাল হয়ে উঠেছিল উজ্জ্বল ষোড়শীগাল
শিহরণ জেগেছিল ঋতুর পরিচয়ে।
তুমি তখনও ইতস্তত হয়ে দাঁড়িয়ে খানিক তফাৎ বাঁচিয়ে
খুব রাগ হয়েছিল তোমার পরে -
বাতাসে মিশে থাকা গন্ধকে কি এড়িয়ে যাওয়া যায়?
অন্তত আমি তো পারি না।
আজ বুঝেছি এটাই আমার দুর্বলতা
বদ অভ্যাসও বলা যেতে পারে
সময়ের অভ্যাসে বদলে যায় অনেক কিছুই
কিন্তু বাঁ পায়ের জোরুল আর জন্ম তিল কামড়ে থাকে জায়গা
আর তাই বর্তমানেরও অজানা সেই গোপন কথা
তোমাকেই বলছি একান্তে ডাইরির পাতা শোনো
ঠোঁট বাঁচিয়ে রেখেছি আজও...
 সুপ্রভাত বন্ধুরা,
 
আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#সময়েরঅভ্যাসে
#yqdada #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada
যেবার আমার ওড়নার খুঁট আটকে ছিল শিমুল কাঁটায়
লাল হয়ে উঠেছিল উজ্জ্বল ষোড়শীগাল
শিহরণ জেগেছিল ঋতুর পরিচয়ে।
তুমি তখনও ইতস্তত হয়ে দাঁড়িয়ে খানিক তফাৎ বাঁচিয়ে
খুব রাগ হয়েছিল তোমার পরে -
বাতাসে মিশে থাকা গন্ধকে কি এড়িয়ে যাওয়া যায়?
অন্তত আমি তো পারি না।
আজ বুঝেছি এটাই আমার দুর্বলতা
বদ অভ্যাসও বলা যেতে পারে
সময়ের অভ্যাসে বদলে যায় অনেক কিছুই
কিন্তু বাঁ পায়ের জোরুল আর জন্ম তিল কামড়ে থাকে জায়গা
আর তাই বর্তমানেরও অজানা সেই গোপন কথা
তোমাকেই বলছি একান্তে ডাইরির পাতা শোনো
ঠোঁট বাঁচিয়ে রেখেছি আজও...
 সুপ্রভাত বন্ধুরা,
 
আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#সময়েরঅভ্যাসে
#yqdada #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada