Nojoto: Largest Storytelling Platform

ভোটের সুর সপ্তমে উঠবে শনিবার! বাংলার ন’টি আসনে নজর

ভোটের সুর সপ্তমে উঠবে শনিবার! বাংলার ন’টি আসনে নজরে অভিষেক, সুদীপ, তাপস, রেখারা

শুরু হয়েছিল এপ্রিলের ১৯ তারিখে। একের পর এক দফা পেরিয়ে শেষ দফার ভোটগ্রহণ শনিবার। আর এই সপ্তম দফায় পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ভোট হবে শেষ ন’টি আসনে।

শুরু হয়েছিল এপ্রিলের ১৯ তারিখে। একের পর এক দফা পেরিয়ে শেষ দফার ভোটগ্রহণ শনিবার। শনিবার সপ্তম দফার ভোট দেশ জুড়ে। আর এই সপ্তম দফায় পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ভোট হবে শেষ ন’টি আসনে। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এই নয় আসনে গুরুত্বপূর্ণ প্রার্থী কারা? কত জন ভোটার? কমিশনের প্রস্তুতিই বা কেমন? তার ঝলক রইল আনন্দবাজার অনলাইনে।

©BANGLE TIMES
  #Election_In_Bengal #9_Seats