Nojoto: Largest Storytelling Platform

#হ্যাঁ_আমি_প্রদীপ_জ্বালিয়েছি #অমিত অদৃশ্য ভয়ক

#হ্যাঁ_আমি_প্রদীপ_জ্বালিয়েছি
#অমিত

  অদৃশ্য ভয়কে জয় করার আশায় আমি প্রদীপ জ্বালিয়েছি।
  চন্দ্রদেবের দিকে তাকিয়ে ওম্ মন্ত্র উচ্চারণের সাথে প্রার্থনা করেছি সমগ্ৰ মানব জাতির রোগ মুক্তির। প্রদীপের আলোয় বোঝাতে চেয়েছি আর পাঁচটা মানুষের মতো আমি এখনো লড়াইটা চালিয়ে যাচ্ছি। মানুষের সাথেই আছি, পাশেই আছি।  
   হ্যাঁ, আমি প্রদীপ জ্বালিয়েছি।
  যে হাজার হাজার স্বাস্থ্যকর্মী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তাঁদের মঙ্গলকামনা করেছি।
  যে সমস্ত পুলিশ কর্মী শুধু আমাদের ভালোর জন্য হাতের লাঠি তুলে নিয়েছেন, রাস্তায় গান করে বেড়াচ্ছেন, হাত জোড় করে প্রার্থনা করছেন, তাঁদের মঙ্গল কামনায় আমি প্রদীপ জ্বালিয়েছি। 
 ভয়কে জয় করে যে সাফাই কর্মী আজও তাঁর কাজটি নিরলস ভাবে চালিয়ে যাচ্ছেন তাঁর জন্য আমি প্রদীপ জ্বালাবো না? 
  কিসের ভয়? 
  কে আমাকে মূর্খ বলল তাতে কী আসে যায়! ছোট থেকে বাড়ির মেয়েদের সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে দেখেছি সংসারের মঙ্গল কামনায়। আমি বিজ্ঞানের ছাত্র হয়েও এতে বিজ্ঞান খুজিনি আজ পর্যন্ত কখনো। তবে আজ কেন খুঁজবো? মঙ্গল কামনার জন্য প্রদীপ জ্বালাতে দোষের কী?
   হ্যাঁ, আমি প্রদীপ জ্বালিয়েছি। 
  দেশের মানুষের মঙ্গল কামনায় একশো বার প্রদীপ জ্বালাবো।
  আমরা অষ্টম প্রহর অবধি হরিনাম করি, মাইকে আজান দিই। বিভিন্ন ধর্মে আরো কত কি না'ই করি! কই তাতে তো বিজ্ঞান খুঁজতে যাই না! তবে আজ কেন সাধারণ মানুষের মঙ্গল কামনার জন্য বিজ্ঞান খুঁজতে যাব‍? মনকে শান্ত করে কেন প্রার্থনা করব না দেশের মানুষের জন্য?
  এই মহামারিতে শুনছি বয়স্কদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ভেবে দেখুন এই বয়সেও যে মানুষটি নিরলস দেশের মানুষের সেবায় লেগে আছেন তাঁর মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রদীপ জ্বালাতে পারবো না? মাতৃস্বরূপা যে মহিলাটি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন শুধু আমাদের জন্য, নিজের হাতে গন্ডি কেটে দিচ্ছেন কত দূরে থাকতে হবে, বারবার কানের গোড়ায় বলে দিচ্ছেন কী করা উচিত আর কী নয়; তাঁর মঙ্গল কামনায় প্রদীপ জ্বালাবো না?
  হ্যাঁ, আমি প্রদীপ জ্বালিয়েছি। 

  আজ থেকে প্রতিদিন জ্বালাবো।
  দেশবাসীর মঙ্গলকামনায়...
  জগতের মঙ্গল কামনায়...

অমিত কুন্ডু

#অমিত

 #হ্যাঁ_আমি_প্রদীপ_জ্বালিয়েছি
#হ্যাঁ_আমি_প্রদীপ_জ্বালিয়েছি
#অমিত

  অদৃশ্য ভয়কে জয় করার আশায় আমি প্রদীপ জ্বালিয়েছি।
  চন্দ্রদেবের দিকে তাকিয়ে ওম্ মন্ত্র উচ্চারণের সাথে প্রার্থনা করেছি সমগ্ৰ মানব জাতির রোগ মুক্তির। প্রদীপের আলোয় বোঝাতে চেয়েছি আর পাঁচটা মানুষের মতো আমি এখনো লড়াইটা চালিয়ে যাচ্ছি। মানুষের সাথেই আছি, পাশেই আছি।  
   হ্যাঁ, আমি প্রদীপ জ্বালিয়েছি।
  যে হাজার হাজার স্বাস্থ্যকর্মী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তাঁদের মঙ্গলকামনা করেছি।
  যে সমস্ত পুলিশ কর্মী শুধু আমাদের ভালোর জন্য হাতের লাঠি তুলে নিয়েছেন, রাস্তায় গান করে বেড়াচ্ছেন, হাত জোড় করে প্রার্থনা করছেন, তাঁদের মঙ্গল কামনায় আমি প্রদীপ জ্বালিয়েছি। 
 ভয়কে জয় করে যে সাফাই কর্মী আজও তাঁর কাজটি নিরলস ভাবে চালিয়ে যাচ্ছেন তাঁর জন্য আমি প্রদীপ জ্বালাবো না? 
  কিসের ভয়? 
  কে আমাকে মূর্খ বলল তাতে কী আসে যায়! ছোট থেকে বাড়ির মেয়েদের সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে দেখেছি সংসারের মঙ্গল কামনায়। আমি বিজ্ঞানের ছাত্র হয়েও এতে বিজ্ঞান খুজিনি আজ পর্যন্ত কখনো। তবে আজ কেন খুঁজবো? মঙ্গল কামনার জন্য প্রদীপ জ্বালাতে দোষের কী?
   হ্যাঁ, আমি প্রদীপ জ্বালিয়েছি। 
  দেশের মানুষের মঙ্গল কামনায় একশো বার প্রদীপ জ্বালাবো।
  আমরা অষ্টম প্রহর অবধি হরিনাম করি, মাইকে আজান দিই। বিভিন্ন ধর্মে আরো কত কি না'ই করি! কই তাতে তো বিজ্ঞান খুঁজতে যাই না! তবে আজ কেন সাধারণ মানুষের মঙ্গল কামনার জন্য বিজ্ঞান খুঁজতে যাব‍? মনকে শান্ত করে কেন প্রার্থনা করব না দেশের মানুষের জন্য?
  এই মহামারিতে শুনছি বয়স্কদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ভেবে দেখুন এই বয়সেও যে মানুষটি নিরলস দেশের মানুষের সেবায় লেগে আছেন তাঁর মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রদীপ জ্বালাতে পারবো না? মাতৃস্বরূপা যে মহিলাটি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন শুধু আমাদের জন্য, নিজের হাতে গন্ডি কেটে দিচ্ছেন কত দূরে থাকতে হবে, বারবার কানের গোড়ায় বলে দিচ্ছেন কী করা উচিত আর কী নয়; তাঁর মঙ্গল কামনায় প্রদীপ জ্বালাবো না?
  হ্যাঁ, আমি প্রদীপ জ্বালিয়েছি। 

  আজ থেকে প্রতিদিন জ্বালাবো।
  দেশবাসীর মঙ্গলকামনায়...
  জগতের মঙ্গল কামনায়...

অমিত কুন্ডু

#অমিত

 #হ্যাঁ_আমি_প্রদীপ_জ্বালিয়েছি