Nojoto: Largest Storytelling Platform

আর জি কর নিয়ে প্রতিবাদ চলছেই প্রতিবাদ এখনও চলছে আ

আর জি কর নিয়ে প্রতিবাদ চলছেই

প্রতিবাদ এখনও চলছে আমেরিকায়। সপ্তাহান্তে প্রতিবাদ সমাবেশ হল মেরিল্যান্ড, নর্থ ক্যারোলাইনায়। মেরিল্যান্ডের বাঙালিরা পরপর দু’দিন প্রতিবাদে পথে নামেন।

আর জি করের চিকিৎসকের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ এখনও চলছে আমেরিকায়। সপ্তাহান্তে প্রতিবাদ সমাবেশ হল মেরিল্যান্ড, নর্থ ক্যারোলাইনায়। মেরিল্যান্ডের বাঙালিরা পরপর দু’দিন প্রতিবাদে পথে নামেন। গত শনিবার বাঙালি সংগঠন ‘সংস্কৃতি’র উদ্যোগে স্থানীয় ব্ল্যাক হিল রিজিওনাল পার্কে প্রতিবাদ জানানো হয়। এর পর গত রবিবার নীরব প্রতিবাদ হয় স্থানীয় ক্যান্টন্সভিলের একটি শপিং কমপ্লেক্সের পার্কিং লটে। নর্থ ক্যারোলাইনার শার্লটে মেকলেনবার্গ কাউন্টি কোর্টের সামনে সেখানকার প্রবাসী বাঙালিরাও মিছিল করেন।

©BANGLE TIMES
  #R_G_Kar_Incident #Protest_In_USA