Nojoto: Largest Storytelling Platform

'আপনি শক্তিস্বরূপা', লাগাতার বিক্ষোভের মাঝেই সন্দে

'আপনি শক্তিস্বরূপা', লাগাতার বিক্ষোভের মাঝেই সন্দেশখালির রেখাকে ফোন খোদ মোদির


 সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা রীতিমতো নাড়া দিয়েছিল প্রধানমন্ত্রীকে। বারাসতে সভায় এসে সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে কথা বলেছিলেন তিনি। পরবর্তীতে বসিরহাটের প্রার্থী হিসেবে রেখা পাত্রের নামে নিজেই সিলমোহর দিয়েছিলেন মোদি, এমনটাই শোনা যায়। এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করলেন খোদ নরেন্দ্র মোদি (Narendra Modi)। কথা বললেন বাংলায়। সন্দেশখালির এই প্রতিবাদী মহিলাকে শক্তিস্বরূপা বলে সম্বোধন করলেন তিনি। কীভাবে প্রচার করবেন রেখা তা নিয়েও মোদি কথা বলেন খবর।

©BANGLE TIMES
  #Rekha_Patra