Nojoto: Largest Storytelling Platform

বন্ধন ব্যাঙ্কের প্রধান পদ থেকে স্বেচ্ছাবসরে চন্দ্র

বন্ধন ব্যাঙ্কের প্রধান পদ থেকে স্বেচ্ছাবসরে চন্দ্রশেখর ঘোষ! এ বার ‘বৃহত্তর’ দায়িত্বে

বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠা চন্দ্রশেখর ঘোষের হাতেই। তাঁর নেতৃত্বেই ন’বছর আগে যাত্রাশুরু করে এই বেসরকারি ব্যাঙ্কিং সংস্থা। পর পর তিনবার বন্ধনের এমডি এবং সিইও পদের দায়িত্ব সামলেছেন তিনি।

বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদ থেকে স্বেচ্ছাবসর নিচ্ছেন চন্দ্রশেখর ঘোষ। ইতিমধ্যেই বোর্ডের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। শুক্রবার বন্ধনের তরফে একটি ঘোষণায় জানানো হয়েছে, আগামী ৯ জুলাই নিজের দায়িত্ব থেকে অবসর নেবেন ঘোষ।

বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠা চন্দ্রশেখরের হাতেই। তাঁর নেতৃত্বেই ন’বছর আগে যাত্রা শুরু করেছিল এই বেসরকারি ব্যাঙ্কিং সংস্থা। তার পর থেকে টানা তিন বার বন্ধনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদের দায়িত্বভার সামলেছেন তিনি। এমনকি, গত ২০২৩ সালের নভেম্বরে তাঁকে আরও এক বার তিন বছরের জন্য ওই পদে মনোনীত করা হয়েছিল। সেই মেয়াদ পূরণের আগেই স্বেচ্ছবসরের সিদ্ধান্ত নিলেন চন্দ্রশেখর।

©BANGLE TIMES
  #Bandhan_Bank