Nojoto: Largest Storytelling Platform

মুহূর্ত গুনি তোমাকে অবকাশে পাবো ভেবে স্রোতসিনী বেগ

মুহূর্ত গুনি তোমাকে অবকাশে পাবো ভেবে
স্রোতসিনী বেগে সময় পারাপার-
দীর্ঘায়ু রাতে আগামীর মত,
যারা পথে পথে খুঁজে মরে
তাদের মানবিক মনে অঝোরে
ভালোবাসা কাঁদছে।।

©Writer Purbali De
  #sadak #poem #Poetry