Nojoto: Largest Storytelling Platform

বাল্টিমোরের সেতু বিপর্যয়ে নিখোঁজ ছয়, ধাক্কা লাগার

বাল্টিমোরের সেতু বিপর্যয়ে নিখোঁজ ছয়, ধাক্কা লাগার আগে ‘মে ডে’ কল, জাহাজের ভারতীয় কর্মীদের প্রশংসা

মঙ্গলবার স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ বাল্টিমোর শহরের বিখ্যাত ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটি ভেঙে পড়ে প্যাটাপসকো নদীতে। একটি মালবাহী জাহাজের ধাক্কাতেই এই বিপর্যয় ঘটেছে বলে জানা যায়।


আমেরিকার বাল্টিমোর শহরের সেতু বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত ছ’জন নিখোঁজ। এই ছ’জনই রাতে সেতু মেরামতির কাজ করছিলেন। সে সময়ই ঘটে বিপত্তি। নদীর জলে পড়ে যান তাঁরা। ২৪ ঘণ্টার বেশি সময় কেটে গেলেও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। মনে করা হচ্ছে, এই ছ’জনের মধ্যে কেউই বেঁচে নেই।

মঙ্গলবার স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ বাল্টিমোর শহরের বিখ্যাত ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটি ভেঙে পড়ে প্যাটাপসকো নদীতে। একটি মালবাহী জাহাজের ধাক্কাতেই এই বিপর্যয় ঘটেছে বলে জানা যায়। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সব ভিডিয়োতেই দেখা যাচ্ছে কী ভাবে ১৯৭৭ সালে তৈরি সেতুটি ভেঙে পড়েছে। এই ঘটনায় ২০ জন মতো নদীর জলে তলিয়ে যান। তাঁদের মধ্যে ছ’জনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান আমেরিকার কোস্টগার্ড কমান্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ।

©BANGLE TIMES
  #Baltimore_Bridge_Collapse