Nojoto: Largest Storytelling Platform

সাংসদ খুনে প্রমাণ অধরাই, শহরে ঢাকার গোয়েন্দারা বা

সাংসদ খুনে প্রমাণ অধরাই, শহরে ঢাকার গোয়েন্দারা

বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ শনিবার সাংবাদিক বৈঠক করে জানান, তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি দল রবিবার সকালেই সাংসদ খুনের তদন্তে কলকাতায় আসছেন।

ব্যবসায়িক লেনদেন নিয়ে বাল্যবন্ধুর সঙ্গে মতবিরোধের কারণেই কি খুন হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম? সিআইডি জেনেছে, বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিনের সঙ্গে সোনার ব্যবসা করতেন আজিম। ব্যবসায়িক লেনদেনের কয়েক কোটি টাকা না পাওয়া নিয়ে আজিমের উপরে শাহিনের ক্ষোভ ছিল বলে তদন্তকারীদের একাংশের অভিমত। মনে করা হচ্ছে, প্রতিহিংসার কারণেই নিখুঁত ছক কষে কলকাতায় ডেকে সাংসদকে ‘নিকেশের’ পরিকল্পনা করে শাহিন। তবে এখনও বহু ধোঁয়াশা রয়েছে দু’দেশের তদন্তকারী গোয়েন্দাদের। সাংসদের দেহের কোনও টুকরো এবং দেহ টুকরো করার ছুরি কাঁচির হদিস মেলেনি। এই পরিস্থিতিতে গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি দল এই খুনের তদন্তে আজ রবিবার সকালেই কলকাতা আসছে। সিআইডির হাতে ধরা পড়া কসাই জিহাদ হাওলাদারকে জেরা করতে পারে ওই দল।

©BANGLE TIMES
  #Bangladesh #Dhaka #MP_Mudder_Case