Nojoto: Largest Storytelling Platform

রাজস্থানে উল্টে গেল পাশা! মোদী-শাহের চেষ্টা মিথ্য

রাজস্থানে উল্টে গেল পাশা! মোদী-শাহের চেষ্টা মিথ্যা করে ফুলমার্কস পাওয়া পদ্ম থমকে গেল ১৪ আসনেই

রাজপুতদের রাজ্যে যুদ্ধগাথার ছড়াছড়ি। রাজ্যের ২৫টি লোকসভা কেন্দ্রের যুদ্ধেও জয়-পরাজয়ের কাহিনি বদলেছে। ২০০৯ সালে ২০টি আসনই পেয়েছিল কংগ্রেস। চারটি বিজেপি। পরের বার ২০১৪ সালের কংগ্রেস-বিরোধী ঝড়ে আবার ২৫টি আসনই এসে পড়েছিল পদ্মবনে।

রাজপুতদের রাজ্য। কিন্তু রাজস্থানের ভোটের সুতো এ বার শাসকগোত্রীয় রাজপুতদের হাতে ছিল না। ছিল ‘শাসিত’ জাঠেদের হাতে। গত কয়েক বছর ধরেই একটু একটু করে তপ্ত হচ্ছিলেন রাজস্থানের জাঠেরা। ২০২৩ সালের বিধানসভা ভোটের পর সেই তাপের চাপে ভোটবাক্সের একাংশে ‘মরুভূমি’ হতে দেখেছিলেন বিজেপি নেতৃত্ব। বিপদ বুঝে দিল্লি থেকে রাজস্থানে ছুটে এসেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। প্রয়োগ করেছিলেন সফল হওয়ার বাছাই ব্রহ্মাস্ত্র। তাতে যে শেষ পর্যন্ত খুব একটা কাজ হয়নি তার প্রমাণ দিল লোকসভা ভোটের ফলাফল।

©BANGLE TIMES
  #Rajasthan