Nojoto: Largest Storytelling Platform

রাজ্যের ১৪ জায়গায় ৪০ ছাড়াল দিনের তাপমাত্রা, তিন এ

রাজ্যের ১৪ জায়গায় ৪০ ছাড়াল দিনের তাপমাত্রা, তিন এলাকায় তাপপ্রবাহ, স্বস্তির হাওয়া শুধু পাহাড়ে

তাপমাত্রার নিরিখে পিছিয়ে নেই উত্তরবঙ্গের জায়গাগুলিও। মালদহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে পাহাড়ে স্বস্তি রয়েছে।



রাজ্যে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে গরমের দাপট। সোমবার রাজ্যের সাত জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছিল। মঙ্গলবার সেই সংখ্যাটা হল দ্বিগুণ। রাজ্যের ১৪টি জায়গায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াল তাপমাত্রা। মঙ্গলবারেও রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল পানাগড়। সেখানে দুপুরের তাপমাত্রা ছিল ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সল্টলেক এবং দমদমে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। পানাগড়, মগরা, মেদিনীপুরে চলেছে তাপপ্রবাহ। হাঁসফাঁস গরমে বিপর্যস্ত জনজীবন।

©BANGLE TIMES
  #Temp_Exceed_40_Degree_Celcius