Nojoto: Largest Storytelling Platform

কুণাল-ব্রাত্য-ডেরেক বৈঠক, প্রাথমিক বরফ গলেছে, খুব

কুণাল-ব্রাত্য-ডেরেক বৈঠক, প্রাথমিক বরফ গলেছে, খুব খুশি ঘোষও বলে দিলেন, তৃণমূলে ছিলাম, আছি, থাকব

শনিবারই আনন্দবাজার অনলাইন লিখেছিল, দুপুরে ব্রাত্য বসুর মধ্যস্থতায় ডেরেক ও’ব্রায়েনের দফতরে কুণালের সঙ্গে ডেরেকের বৈঠক হবে। বাস্তবেও তার অন্যথা হয়নি।


শেষমেশ মধুরেণ সমাপয়েৎই হল। যেমন শনিবার সকালে লিখেছিল আনন্দবাজার অনলাইন। ব্রাত্য বসুর মধ্যস্থতায় দক্ষিণ কলকাতায় ডেরেক ও’ব্রায়েনের দফতরে বৈঠকে বসলেন কুণাল ঘোষ। ঘন্টাখানেকের বৈঠকের শেষে ‘আনন্দগান’ কণ্ঠে নিয়ে বেরোলেন কুণাল। পাশে বন্ধু ব্রাত্য। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে কী হয়েছে, তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের অঘোষিত দু’নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন ডেরেক। তার পরেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দলের প্রথম সারির নেতাদের মতে, মেঘ কেটে গিয়েছে। বৈঠক খুবই ‘ইতিবাচক’ হয়েছে।

©BANGLE TIMES
  #Kunal_Bratya_Derek