Nojoto: Largest Storytelling Platform

অ্যান্টিবায়োটিক: সতর্কবার্তা ভারতীয় গবেষণাপত্রেও

অ্যান্টিবায়োটিক: সতর্কবার্তা ভারতীয় গবেষণাপত্রেও

অ্যান্টি-মাইক্রোবিয়াল ওষুধ যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও অন্যান্য পরজীবীর সংক্রমণ কমাতে আর কাজ দেয় না, সেই পরিস্থিতিকে বলে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজ়িস্ট্যান্স’।

দিন কয়েক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিল, দ্রুত গতিতে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজ়িস্ট্যান্স’ (এএমআর) তৈরি হচ্ছে। অ্যান্টিবায়োটিকে কাজ দিচ্ছে না, এমন প্রাণঘাতী ব্যাকটিরিয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। এ বার সেই একই সতর্কবার্তা মিলল একটি ভারতীয় গবেষণাপত্রে। ‘ল্যানসেট রিজিওনাল হেল্‌থ— সাউথইস্ট এশিয়া’ নামে জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। তাতে বলা হয়েছে, এমনিতেই নতুন ওষুধের অভাব, তার মধ্যে পুরনো অ্যান্টিবায়োটিকগুলিও আর কাজ দিচ্ছে না। পরিস্থিতি জটিল।

©BANGLE TIMES
  #Antibiotics