Nojoto: Largest Storytelling Platform

হাই রে ওরে বাঙালি জাতি তোদের নাটক দেখলে হাসি পায়,

হাই রে ওরে বাঙালি জাতি তোদের নাটক দেখলে হাসি পায়,
বাস্তবটা দেখার পরে চোখের জলে নিজেকে ভেজায়। 
দূর-দূরান্তে যাচ্ছিস ছুটে দেখতে মাটির মা,
বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মায়ের খবরও নিলি না।
স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিলি মাটির প্রতিমা,
নিজের মায়ের তুলসীমালা সেটাও জোটে না।
মাটির মায়ের ঘর বানাতে করলি কত পরিশ্রম,
জন্মদাত্রী মায়ের ঠিকানা বল না কেন বৃদ্ধাশ্রম?
কোটি টাকার প্যান্ডেলেতে রাখবি মাটির মা,
নিজের বাড়িতে জননী মায়ের তো জায়গা হল না।
মাটির মায়ের সামনে দিলি কতই-না রাজভোগ,
দেখনা চেয়ে গর্ভধারিনী পোহাচ্ছে দুর্ভোগ।
করবি যদি মায়ের বিচার কোনটা আসল মা,
হারিয়ে যা না একটা কোথাও বাড়ি ফিরিস না।
দেখবি খুঁজে কোন মা তোর বসে আছে পথ চেয়ে,
ফিরলে বাড়ি কোন মা বলে নে না খোকা খেয়ে।
কোন মায়ের ঘুম আসে না তোর শরীর খারাপ হলে,
নিজে না খেয়ে কোন মা খাবার তোর মুখে দেয় তুলে?
তখন যদি বুঝতে পারিস কোনটা আসল মা,
সেই মায়ের পায়ে অঞ্জলিটা দিতে ভুলিস না। #আসল মা
হাই রে ওরে বাঙালি জাতি তোদের নাটক দেখলে হাসি পায়,
বাস্তবটা দেখার পরে চোখের জলে নিজেকে ভেজায়। 
দূর-দূরান্তে যাচ্ছিস ছুটে দেখতে মাটির মা,
বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মায়ের খবরও নিলি না।
স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিলি মাটির প্রতিমা,
নিজের মায়ের তুলসীমালা সেটাও জোটে না।
মাটির মায়ের ঘর বানাতে করলি কত পরিশ্রম,
জন্মদাত্রী মায়ের ঠিকানা বল না কেন বৃদ্ধাশ্রম?
কোটি টাকার প্যান্ডেলেতে রাখবি মাটির মা,
নিজের বাড়িতে জননী মায়ের তো জায়গা হল না।
মাটির মায়ের সামনে দিলি কতই-না রাজভোগ,
দেখনা চেয়ে গর্ভধারিনী পোহাচ্ছে দুর্ভোগ।
করবি যদি মায়ের বিচার কোনটা আসল মা,
হারিয়ে যা না একটা কোথাও বাড়ি ফিরিস না।
দেখবি খুঁজে কোন মা তোর বসে আছে পথ চেয়ে,
ফিরলে বাড়ি কোন মা বলে নে না খোকা খেয়ে।
কোন মায়ের ঘুম আসে না তোর শরীর খারাপ হলে,
নিজে না খেয়ে কোন মা খাবার তোর মুখে দেয় তুলে?
তখন যদি বুঝতে পারিস কোনটা আসল মা,
সেই মায়ের পায়ে অঞ্জলিটা দিতে ভুলিস না। #আসল মা