Nojoto: Largest Storytelling Platform

রেমালের জন্ম হল সাগরে, শক্তি বৃদ্ধি করে রবি রাতে প

রেমালের জন্ম হল সাগরে, শক্তি বৃদ্ধি করে রবি রাতে প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে উপকূলে, সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ ছিল ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা।

সাগরের বুকে জন্ম হল ঘূর্ণিঝড় রেমালের। বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। ক্রমে আরও শক্তি বৃদ্ধি করতে চলেছে সে। রবিবার সকালে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। রবিবার রাতে সে আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে স্থলভাগে।

©BANGLE TIMES
  #Cyclone_Remal