Nojoto: Largest Storytelling Platform

১২৭ বছর পর ভেঙে গেল গোদরেজ পরিবার, হল ভাগাভাগিও! ক

১২৭ বছর পর ভেঙে গেল গোদরেজ পরিবার, হল ভাগাভাগিও! কার হাতে গেল কোন সংস্থা?

টাটা গোষ্ঠীর মতো গোদরেজও ভারতীয় পরিবার নিয়ন্ত্রিত পারিবারিক ব্যবসাগুলির মধ্যে অন্যতম। সংস্থার শুরু হয়েছিল ১৮৯৭ সালে উকিল থেকে ব্যবসায়ী হওয়া আর্দেশির গোদরেজের হাত ধরে।


ভাগাভাগি হচ্ছে গোদরেজ গোষ্ঠী। ১২৭ বছরের পুরনো এই ভারতীয় শিল্পগোষ্ঠীর ছাতার নীচে এত দিন একসঙ্গে কাজ করত গোদরেজ ইন্ডাস্ট্রিজ় গ্রুপ এবং গোদরেজ এন্টারপ্রাইজ় গ্রুপের বহু সংস্থা। একটি বিবৃতি দিয়ে গোদরেজ গোষ্ঠী জানিয়েছে, এই সমস্ত সংস্থাকে নিজেদের মধ্যে দু’টি ভাগে বাঁটোয়ারা করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

©BANGLE TIMES
  #Godrej