Nojoto: Largest Storytelling Platform

সন্দেশখালির আদলে গোটা রাজ্যে রোবট দিয়ে তল্লাশি! দি

সন্দেশখালির আদলে গোটা রাজ্যে রোবট দিয়ে তল্লাশি! দিলীপের রোড-শোয়ে দাবি বিজেপি নেতা মিঠুনের

মিঠুনের দাবি, গোটা রাজ্যে এনএসজি এবং রোবট দিয়ে সন্দেশখালির আদলে তল্লাশি চালাতে হবে। যদিও দিলীপ মিঠুনের মতো দাবি করেননি। তাঁর দাবি, কোথায় বোমা, বন্দুক লুকনো, তা জানেন শাহজাহানই।

সন্দেশখালির মতই গোটা রাজ্যে এনএসজি কম্যান্ডো এবং রোবট দিয়ে তল্লাশি করানো উচিত। বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে পূর্ব বর্ধমানের মেমারির সাতগাছিয়ায় ভোটের প্রচারে যোগ দিয়ে এমনই দাবি করলেন তারকা অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

সন্দেশখালিতে অত্যাধুনিক রোবট নামিয়ে বোমা এনএসজি-সিবিআইয়ের বোমা খোঁজার দৃশ্য রাজ্যে মুহূর্তে ভাইরাল। সেই দৃশ্যের ব্যঞ্জনাই ঘুরেফিরে এল রাজনৈতিক নেতাদের গলায়। মিঠুনকে সন্দেশখালিতে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানালে তিনি বলেন, ‘‘এটা কি কোনও নতুন ব্যাপার? পাওয়া তো যাবেই। যত ধরনের নোংরা কাজকর্ম তো ওখান থেকেই। রোবট দিয়ে তল্লাশি করতেই হবে। তা ছাড়া আর কোনও উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এ ভাবেই তল্লাশি করা উচিত।”

©BANGLE TIMES
  #Sandeskhali