Nojoto: Largest Storytelling Platform

জঙ্গলে মিলল বিমানের ধ্বংসাবশেষ, দুর্ঘটনায় মৃত্যু ম

জঙ্গলে মিলল বিমানের ধ্বংসাবশেষ, দুর্ঘটনায় মৃত্যু মালওয়ির ভাইস প্রেসিডেন্টের, ফিরল রইসির সেই স্মৃতি

সে দেশের প্রেসিডেন্ট লাজ়ারুস চাকওয়েরা জানিয়েছেন, চিলিমা যে বিমানে সওয়ার হয়েছিলেন, তা জঙ্গলে ভেঙে পড়েছিল। সেই বিমানের কেউ বেঁচে নেই।

ফিরল ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির কপ্টারকাণ্ডের স্মৃতি। দক্ষিণ-পূর্ব এশিয়ার মালওয়ির ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমার মৃত্যু হল কপ্টার দুর্ঘটনায়। সে দেশের প্রেসিডেন্ট লাজ়ারুস চাকওয়েরা জানিয়েছেন, চিলিমা যে বিমানে সওয়ার হয়েছিলেন, তা জঙ্গলে ভেঙে পড়েছিল। সেই বিমানের কেউ বেঁচে নেই। লাজ়ারুস জানান, ভেঙে পড়া বিমানটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় মালওয়ির রাজধানী লিলঙ্গে থেকে ৩৭০ কিলোমিটার দূরের শহর এমজ়ুজুর উদ্দেশে রওনা দিয়েছিলেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট। সে দেশের বিমানবাহিনীর বিমানটিতে মোট ১০ জন ছিলেন। চিলিমা ছাড়াও ওই বিমানে ছিলেন মালওয়ির প্রাক্তন ফার্স্ট লেডি শানিল ডিজ়িমবিরি। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে।

©BANGLE TIMES
  #Vice_President #Aircraft