Nojoto: Largest Storytelling Platform

যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে রাশিয়া! ইউক্রেনকে কিছু

যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে রাশিয়া! ইউক্রেনকে কিছু শর্ত বেঁধে দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে সুইৎজ়ারল্যান্ড এই সপ্তাহের শেষে বিশ্বনেতাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। কিন্তু রাশিয়া স্পষ্ট জানিয়েছে, এমন কোনও বৈঠকে তারা অংশ নেবে না।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে কি রাশিয়া? সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার এই প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি জানান, যুদ্ধবিরতিতে যেতে তিনি রাজি। কিন্তু তার জন্য ইউক্রেনকে মানতে হবে কিছু শর্ত!
সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, মস্কোতে বিদেশ মন্ত্রালয়ে এক বক্তৃতায় পুতিন বলেছেন, ‘‘অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা করব আমরা।’’ তবে পুতিন এ-ও জানিয়েছেন, ইউক্রেন যদি নেটোতে যোগদানের পরিকল্পনা থেকে বিরত থাকে তবেই যুদ্ধবিরতির ঘোষণা করে আলোচনায় বসতে পারেন। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, চারটি অধিকৃত অঞ্চল থেকে সেনা সরাতে হবে ইউক্রেনকে।

©BANGLE TIMES
  #Russia_Ukrain_Conflict