Nojoto: Largest Storytelling Platform

ইজ়রায়েলে পরমাণু বোমা হামলার পথে হাঁটবে ইরান? তেহর

ইজ়রায়েলে পরমাণু বোমা হামলার পথে হাঁটবে ইরান? তেহরানের নতুন দাবি ঘিরে শোরগোল বিশ্বে

গত এপ্রিল থেকেই দু’দেশের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। হামলা-পাল্টা হামলা চালিয়েছে দু’দেশই। হামাসের সঙ্গে সংঘাতের মধ্যেই ইরানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

ইজ়রায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ছাড়া এখনও পর্যন্ত ইরান তেমন কোনও আক্রমণে যায়নি। সিরিয়ার দামাস্কাসে ইরানি দূতাবাসে ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র বিমান হামলার ‘জবাব’ দিয়েছিল, এমনই দাবি করেছিল তেহরান। তার পর থেকে দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে সরাসরি হামলার পথে হাঁটেনি। তবে ইজ়রায়েল যদি আবার আক্রমণ করে, তবে ছেড়ে কথা বলবে না ইরান, হুঁশিয়ারি দিয়ে রাখলেন সে দেশের প্রধান আয়াতুল্লাহ আলি খোমেনেইয়ের উপদেষ্টা কামাল খাররাজ়ি। শুধু তা-ই নয়, পরমাণু বোমার হামলারও প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল তেহরান।

©BANGLE TIMES
  #AtomBomb #Iran_Israel_Conflict