Nojoto: Largest Storytelling Platform

সিকিমে আটকে আর ৯১ জন, এক দিনেই উদ্ধার ১১৭৮ পর্যটক,

সিকিমে আটকে আর ৯১ জন, এক দিনেই উদ্ধার ১১৭৮ পর্যটক, বাড়ির পথে সাত দিনের ‘বন্দিরা’

আরও ৯১ জন পর্যটক উত্তর সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আটকে রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। বুধবারের মধ্যে তাঁদের সকলকেই উদ্ধার করা যাবে বলে আশাবাদী তারা।

অবশেষে স্বস্তি! আবহাওয়ার খানিক উন্নতির সুযোগে উত্তর সিকিমে আটকে থাকা বেশির ভাগ পর্যটককে উদ্ধার করতে পেরেছে প্রশাসন। সিকিম প্রশাসনের একটি সূত্রে খবর, লাচুংয়ে আটকে থাকা ১১৭৮ জন পর্যটককেই মঙ্গলবার বার করে আনা গিয়েছে। অবশ্য আরও ৯১ জন পর্যটক প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আটকে আছেন। বুধবারের মধ্যে তাঁদের সকলকেই উদ্ধার করা যাবে বলে বিশ্বাস প্রশাসনের।

©BANGLE TIMES
  #Sikkim