Nojoto: Largest Storytelling Platform

ওড়িশায় ধুয়েমুছে সাফ নবীনের বিজেডি, কোনও রকমে জয় এ

ওড়িশায় ধুয়েমুছে সাফ নবীনের বিজেডি, কোনও রকমে জয় একটি আসনে, বিজয়রথ ছুটল বিজেপির

ওড়িশায় বিপুল জয় বিজেপির। এই প্রথম বিজেপি ওড়িশায় ২১ আসনে লড়ে ১৯ আসনে জয়লাভ করল। পাশাপাশি, নবীন পট্টনায়কের বিজেডি পড়ল মুখ থুবড়ে। এ বার তারা মাত্র একটি আসনে জিতেছে।

বাংলায় কার্যত ব্যর্থ হলেও প্রতিবেশী ওড়িশায় দুর্দান্ত ফল করল বিজেপি। ২১ আসনের পুরীর রাজ্যে বিজেপি একাই দখল করল ১৯টি আসন। টিমটিম করে জ্বলছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়ক। তাঁর দল পেয়েছে মাত্র একটি লোকসভা আসন। কংগ্রেসও একটি আসন পেয়েছে ওড়িশায়।

©BANGLE TIMES
  #Odisha