Nojoto: Largest Storytelling Platform

যোগ্য-অযোগ্য একই ফল? শহিদ মিনারে চাকরিহারার দল, ভো

যোগ্য-অযোগ্য একই ফল? শহিদ মিনারে চাকরিহারার দল, ভোটবিতর্কেও জারি কোর্টের রায় ঘিরে নানা মত

কলকাতা হাই কোর্টের নির্দেশের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ‘ক্যাভিয়েট’ দাখিল থেকে শুরু করে কলকাতার রাজপথে চাকরিহারাদের বিক্ষোভ— মঙ্গলবার একাধিক ঘটনার সাক্ষী থাকল রাজ্য।



এসএসএসি নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। তাঁদের মধ্যে যেমন শিক্ষক-শিক্ষিকা আছেন, তেমনই আছেন অশিক্ষক কর্মী। সোমবার ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে উচ্চ আদালত। ওই রায়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। মঙ্গলবারও সেই রেশ বজায় রইল। হাই কোর্টের নির্দেশের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ‘ক্যাভিয়েট’ দাখিল থেকে শুরু করে কলকাতার রাজপথে চাকরিহারাদের বিক্ষোভ— একাধিক ঘটনার সাক্ষী থাকল রাজ্য। এমননকি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাকরি বাতিলের রায়ের প্রতিবাদে সরব হয়েছেন। পাল্টা সরব বিরোধীরাও।

©BANGLE TIMES
  #WB_SSC_Recuitment_Scam