Nojoto: Largest Storytelling Platform

‘গুলি খেয়েছি গণতন্ত্রের জন্য’, ঘটনার পর প্রথম সভায়

‘গুলি খেয়েছি গণতন্ত্রের জন্য’, ঘটনার পর প্রথম সভায় গিয়ে বললেন ট্রাম্প, খোঁচা বাইডেনকেও

গত শনিবার পেনসিলভেনিয়ার সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুলি তাঁর কান ছুঁয়ে বেরিয়ে যায়। সেই ঘটনার ঠিক এক সপ্তাহের মাথায় শনিবার আবার সভা করেছেন ট্রাম্প।

গণতন্ত্রের জন্য তিনি গুলি খেয়েছেন। পেনসিলভেনিয়ার সেই ঘটনার পর প্রথম সভায় গিয়ে এমনটাই মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার পেনসিলভেনিয়ার সভায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হন হামলাকারী যুবক। গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। সভাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার ঠিক এক সপ্তাহের মাথায় শনিবার আবার সভা করেছেন ট্রাম্প। এ বারের সভাটি ছিল মিশিগানে।

©BANGLE TIMES
  #Donald_Trump