Nojoto: Largest Storytelling Platform

চিনের পড়শি দেশে বিদেশি ছাত্রদের উপর হামলা, আক্রান

চিনের পড়শি দেশে বিদেশি ছাত্রদের উপর হামলা, আক্রান্ত পাকিস্তানিরাও! সতর্ক ভারত

চিনের পড়শি দেশ কির্ঘিজ়স্তানে বর্তমানে প্রায় সাড়ে ১৪ হাজার ভারতীয় পড়ুয়া আছেন। সেখানে গত কয়েক দিন ধরে বিদেশি পড়ুয়াদের উপর আক্রমণ চলছে। তা নিয়ে সতর্ক ভারতও।


বিদেশি ছাত্রছাত্রীদের উপর হামলা হচ্ছে চিনের পড়শি দেশ কির্ঘিজ়স্তানে। কয়েক জন পাকিস্তানি ছাত্র ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন বলে খবর। ভারতীয়েরা যেখানে থাকেন, সেখানেও হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। ফলে পরিস্থিতি নিয়ে সতর্ক ভারত। কির্ঘিজ়স্তানের ভারতীয় পড়ুয়াদের সতর্ক করা হয়েছে। বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে।

©BANGLE TIMES
  #Kyrgyzstan