Nojoto: Largest Storytelling Platform

মাছ-সব্জির মতোই বর ফেরি করা হচ্ছে, দাম ৫০০ থেকে ৫

মাছ-সব্জির মতোই বর ফেরি করা হচ্ছে, দাম ৫০০ থেকে ৫ হাজার টাকা! হুলস্থুল কাণ্ড পূর্ব বর্ধমানে

আনাজের মতো ভ্যানে করে বর ফেরি করারও দৃশ্য ধরা পড়ল পূর্ব বর্ধমানে খণ্ডঘোষে! ভ্যানে বসে থাকা বরেদের পরনে পাজামা-পাঞ্জাবি। মাথায় টোপর।

পাড়ায় পাড়ায় ঘুরে মাছ-সব্জি বিক্রি করে থাকেন অনেকেই। শহর, মফস্‌সলে তো বটেই, গ্রামেগঞ্জেও এই ছবি অতি পরিচিত। এ বার আনাজের মতো ভ্যানে করে বর ফেরি করারও দৃশ্য ধরা পড়ল পূর্ব বর্ধমানে খণ্ডঘোষে! ভ্যানে বসে থাকা বরেদের পরনে পাজামা-পাঞ্জাবি। মাথায় টোপর। রীতিমতো মাইকিং করে তাঁদের দাম হাঁকা হচ্ছে। কারও দাম ৫০০ টাকা, কারও আবার পাঁচ হাজার টাকা। তবে ফেরিওয়ালারা জানিয়ে দিচ্ছেন, ৫০০ টাকার বরে কোনও ‘গ্যারান্টি’ নেই!

©BANGLE TIMES
  #Bardhaman