Nojoto: Largest Storytelling Platform

ক্ষণস্থায়ী গতিবিধি, উন্মাদ কোন বৃক্ষে কাল ঘাম মু

ক্ষণস্থায়ী গতিবিধি,  উন্মাদ কোন বৃক্ষে
কাল ঘাম মুছে দেওয়া, অনিয়মিত শিক্ষা ।

যুগান্তরী ক্রোধে ,মরীচিকার মতো রুক্ষ,
প্রতি ব্যপ্তির,অশরীরিরা, প্রহরের নামায় দীক্ষা।

শোষণের হাত পোড়ে, লুক্কায়িত নাগরিক পাপ,
অনামী বসনে, শ্রুতিনাটক চলে, আগ্রহ স্বরে।

জাতক বুঝেছ! নরম তোয়াজে, অদ্ভূত অভিশাপ,
সোহাগ করা মেঘবালিকারা, আকাশের অগ্রসরে ।।

©kolomkotha Purbali
  #poem #Poet #Kobita #viral