Nojoto: Largest Storytelling Platform

রইসি মৃত, এ বার ইরানের ভবিষ্যৎ কী? কে বসবেন প্রেসি

রইসি মৃত, এ বার ইরানের ভবিষ্যৎ কী? কে বসবেন প্রেসিডেন্টের কুর্সিতে? নতুন নির্বাচনের পদ্ধতি কী

ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রইসির মৃত্যু হয়েছে চপার দুর্ঘটনায়। সে দেশের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যুর পর অন্তর্বর্তিকালীন ভাবে ওই ভূমিকায় থাকার কথা ভাইস প্রেসিডেন্টের।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যু হয়েছে চপার দুর্ঘটনায়। সংবাদ সংস্থা রয়টার্স সোমবার সকালে এই খবর নিশ্চিত করেছে। রইসির মৃত্যুতে ইরানের প্রেসিডেন্ট তথা সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের কুর্সি খালি হয়েছে। এ বার কে বসতে চলেছেন সেই কুর্সিতে? কোন পদ্ধতিতে নির্বাচিত হবেন নতুন ইরানি প্রেসিডেন্ট?

ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যুর পর অন্তর্বর্তিকালীন ভাবে ওই ভূমিকায় থাকার কথা ভাইস প্রেসিডেন্টের। ইরানের ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবর সাময়িক ভাবে প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন বলে মনে করা হচ্ছে। তবে তাঁকেও সাংবিধানিক প্রক্রিয়া মেনে কাজ করতে হবে।

©BANGLE TIMES
  #Iranian_President_Dead