Nojoto: Largest Storytelling Platform

ভোটে বিপর্যয়: পাঁচ ভাগে সমীক্ষার সিদ্ধান্ত বিজেপি

ভোটে বিপর্যয়: পাঁচ ভাগে সমীক্ষার সিদ্ধান্ত বিজেপির শুভেন্দুহীন বৈঠকে, কথা আসন্ন উপনির্বাচন নিয়েও

কোর কমিটির বৈঠকে রাজ্যের আসন্ন চার বিধানসভার উপনির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। আগামী ১০ জুলাই মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় উপনির্বাচন হবে।

লোকসভা ভোটে এ রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। কেন এমন হল, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হল বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে। সূত্রের খবর, শনিবারের বৈঠকে ঠিক হয়েছে ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে সাংগঠনিক স্তরে সমীক্ষা চালিয়ে বিশ্নেষণ করা হবে। রাজ্য দফতরে বসে সেই সমীক্ষা বা বিশ্লেষণ চালানো হবে না।

©BANGLE TIMES
  #BJP_Core_Committee