Nojoto: Largest Storytelling Platform

‘এ বার ওদের শিক্ষা দেওয়া হবে’, তাইওয়ানকে ঘিরে যুদ্

‘এ বার ওদের শিক্ষা দেওয়া হবে’, তাইওয়ানকে ঘিরে যুদ্ধের মহড়া শুরুর পর ঘোষণা করল চিনা সেনা

তাইওয়ান প্রণালী-সহ দক্ষিণ চিন সাগরের বিভিন্ন অংশে চিনা রণতরীর এবং যুদ্ধজাহাজের নতুন করে ‘তৎপরতার’ অভিযোগও প্রকাশ্যে এসেছে। চিন বলেছে, তাইওয়ানকে ‘শিক্ষা’ দেবে তারা।

তাইওয়ানের জল এবং আকাশসীমার কাছে নতুন করে যুদ্ধ মহড়া শুরু করল চিনের পিপলস্‌ লিবারেশন আর্মি। চিনা ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করেছিল, ডুবোজাহাজ বিধ্বংসী এবং সমুদ্রে প্রত্যাঘাতের সক্ষমতা যাচাই করতেই এই মহড়া। কিন্তু তার পরে বেজিং জানায়, ‘তাইওয়ানকে শিক্ষা দেওয়াও’ তাদের অন্যতম উদ্দেশ্য।

©BANGLE TIMES
  #China_Taiwan_Conflict