Nojoto: Largest Storytelling Platform
pravanjanroul6247
  • 50Stories
  • 21Followers
  • 420Love
    208Views

Pravanjan Roul

ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ।।

  • Popular
  • Latest
  • Video
64fda7d7813e2a69ac1429ca5014a69f

Pravanjan Roul

কেউ বা হারে কেউ বা জেতে
নিয়ম টা সেই সেম
জেনে শুনেই হচ্ছে খেলা
ত্রিকোণমিতিক প্রেম ।।

©Pravanjan Roul #sushantsingh
64fda7d7813e2a69ac1429ca5014a69f

Pravanjan Roul

রং

চেনা দুনিয়া অচেনা লাগে 
চেনা মানুষের মাঝে,
চেনা তারা ওগুলো পারিনা চিনতে 
নতুন রূপের সাজে,
এতকাল যাকে চিনেছি একরুপে 
আজ দেখি তার অন্য রূপ,
বাক্য হারায় বদল দেখে 
বোকা বোকা লাগে নিজেকে খুব,
কোন সে তাসের ঘর করেছি
 হাওয়ায় দোলে ভরসা তার,
কার ভরসায় নেবো আশ্রয় 
নিজেরই ভরসা নেই কো যার,
মানুষ গুলো একই থাকে
বদলে যায় তার স্বভাব গুলো,
মানুষ গুলো রয় না মনে 
রয়ে যায় তার অভাব গুলো ,
মানুষ রূপে সবাই আসে
স্বার্থ ফুরোলে বদলে যায়,
নিঃস্ব করে সফল তুমি
আজকে আমি কাঠগড়ায় ।

©Pravanjan Roul #leaf
64fda7d7813e2a69ac1429ca5014a69f

Pravanjan Roul

পাগল 

যদি সাহস থাকতো মুখ ফুটে বলার
তাহলে অনেক আগেই দূরে চলে যেতাম,
ওই যে যারা রাস্তায় কাটায় দিন
দিন কাটাতাম ঘুরে ঘুরে,আমি পাগল হতাম ।

তারা সত্যিকারের মুক্ত
নিজের জন্য চায়না কিছুই তারা,
তারাই আসল সর্ব সুখে আছে
লোকে বলে পাগল নাকি তারা ।

না তারা বাঁধা পড়ে,না তারা বেঁধে রাখে কাউকে
ইচ্ছে মত হাসতে পারে মন খুলে,
ইচ্ছে হলে কাঁদতে পারে,ইচ্ছে হলে গাইতে পারে তারা
ইচ্ছে হলেই যায় সব কিছু ভুলে ।

তাদের নাকি পাগল বলে লোকে
আমি বলি পাগল দুনিয়া সারা,
পাগল যারা তারাই আসল ভালো
দুনিয়া টা ভাই পাগলেতে ভরা ।

ইচ্ছে করে, পাগল হতাম যদি
দুনিয়া সারা হতো আমার নিজের,
কারুকে তো করতাম না জোর
দুই হাতে গলা টিপে মারতাম ইচ্ছে দের ।

অবুঝ অজ্ঞান হয়ে করতাম,আজ কেনো আবদ্ধ আমি
কেনো জড়িয়ে আছি এই ভালোদের মাঝে,
ওপরওয়ালা পাগল করো আমায়
ভালো লাগেনা এই ভালোদের মাঝে ।

পাগল হবো আমি
আমি পাগল হতে চাই,
পাগলামী তে যে সুখ আছে বন্ধু
ভালোর মাঝে সে সুখ নাই ।

দুনিয়া যাদের পাগল বলে ডাকে
আমি তাদের পূজা করি রোজ,
তোমরা চাও ভগবানের দেখা
আমার চলে পাগলের ই খোঁজ ।

©Pravanjan Roul #BengaliPoem #poem #writing #writingcommunity #westbengal #monerkatha
64fda7d7813e2a69ac1429ca5014a69f

Pravanjan Roul

অভিমান

আমি,   মন থেকে যাহারে একবার বাসিবে তুমি ভালো, 
যাহারে তুমি ভাবিয়া ছিলে নিজ জগতের আলো,
সেকি এখন আর ভাবে তোমায়, করে কি তোমায় মনে এখন তাহার দুজনার সংসারে আসছে তৃতীয় জনে ।
ঈশ্বরের কাছে যাহারে তুমি চাইতে বারংবার
 আর যাই হোক এ জন্মে পাইবে না তাকে আর ।
ভাববে তুমি সে যে ঈশ্বর, কথা শোনেন সবার বসে,
ঈশ্বর তখন তোমার কথা উড়াইয়া দিয়েছে হেসে।
 হায়রে বিধাতা এ কি তোর বিধি, একি করলি শেষে আমার স্বপ্ন মেশালী ধুলোয় ভাসিয়ে দিলি হেঁসে । 
কাহারে এখন শুধাইবো আমি,নিবো কাহার উপদেশ ? স্বপ্ন আমার ভাঙ্গিয়া তুই নিজেই নিরুদ্দেশ ।

ঈশ্বর,  তুই কাহারে বাসবি ভালো,তুই না গরিব ঘরের ছেলে 
মন কি শুধু থাকলেই হয়, টাকা থাকতে হয় বলে ।

আমি, গরিব বলে কি আমাদের কারো থাকিতে পারেনা আশা ?
শুধুই গরিব বলে তুই বিলিয়ে দিলি আমার ভালোবাসা হোক ডাকব না আমি আর করবনা তোরে বিশ্বাস 
থাকবো না তোর এই ধরাতে তুই কেড়ে নে মোর নিঃশ্বাস ।। #ভালোবাসা

#ভালোবাসা #poem

64fda7d7813e2a69ac1429ca5014a69f

Pravanjan Roul

#_be_unique
64fda7d7813e2a69ac1429ca5014a69f

Pravanjan Roul

Alone  টাকা নিয়ে স্বর্গে যাবেন না তাই এই বিপদে মনুষ্যত্ব বোধ রেখে দ্রব্য মূল্যের যথাযথ মূল্য নিন । বিপদে মানুষ বাধ্য হয়ে আপনার কাছে যাচ্ছে বলে ইচ্ছে খুশি মত দাম নেবেন না । মানুষের সাথে থাকুন,এটি লাভ ক্ষতির প্রশ্ন নয়,জাতির সংকটের প্রশ্ন ।। দয়া করে মনুষত্ব বিক্রি করবেন না ।। সুরক্ষিত থাকুন ভালো থাকুন ।।









Untold Emotion with Pra - be safe from corona
64fda7d7813e2a69ac1429ca5014a69f

Pravanjan Roul

koi sota raha to koi rota raha
koi vul ta raha to koi usiki yad mai khota raha

or kismat to hamari dekhiye janab

wo mujhe vul k bhi hasta raha or mai yad kar kar k rota raha !!
✍ⓅⓇⒶ


https://m.facebook.com/Untold Emotion with Pra
64fda7d7813e2a69ac1429ca5014a69f

Pravanjan Roul

তোমার ফোনে ব্লক লিস্টের অপশন নেই,তাই তোমায় যে কেউ কল করে দেয় আর তুমিও বাধ্য হয়ে যাও কথা বলতে,,

তবে মনে রেখো আমার ফোনে কিন্তু ব্লক লিস্টের অপশন আছে,একবার ব্লক করলে দ্বিতীয় বার এই কথা টাও বলার সুযোগ পাবেনা যে " তোমার ফোনে ব্লক লিস্টের অপশন নাই বলে যে কল করে তার সাথেই কথা বলো "







https://m.facebook.com/Untold Emotion with Pra
64fda7d7813e2a69ac1429ca5014a69f

Pravanjan Roul

হৃদয় জুড়ে কষ্ট শুধু
পাই না সুখের দেখা 
তুই কারুর নতুন বধূ
 আর আমি বড় একা  !!

হৃদয়ের কি বিচিত্র রোগ
তবুও খোঁজে তোকে
রোজ কেঁদে ও হয়নি শিক্ষা
অপেক্ষায় তোর থাকে !!

✍ⓅⓇⒾⓎⒶⓇⒶⓃⒿⒶⓃ




https://m.facebook.com/Untold Emotion with Pra
64fda7d7813e2a69ac1429ca5014a69f

Pravanjan Roul

আমি প্রভঞ্জন । আজ আমি এই কয়েকটি প্রতিজ্ঞা নিলাম । পড়ে দেখতে পারেন । আমি এইগুলো উপলব্ধি করেছি । যদি ভাবেন যে পড়বেন তাহলে পড়তে পারেন ।।

loader
Home
Explore
Events
Notification
Profile