Nojoto: Largest Storytelling Platform

Best BengaliPoem Shayari, Status, Quotes, Stories

Find the Best BengaliPoem Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove shayari in bengali for girlfriend with the word nilanjana, love shayari in bengali for girlfriend, love quotes for him in bengali, bengali sad love quotes that make you cry, bengali sad poem of love,

  • 113 Followers
  • 249 Stories

Ananta Dasgupta

White হয়ে কিছু মানুষ এমন যারা মনের কথা বলতে পারে না। 
হয়ে কিছু মানুষ এমন যারা মিথ্যে আড়াল নিতে পারে না।
চোখ তাদের মাটি তে কম, আকাশে বেশি থাকে।
হয়ে কিছু মানুষ এমন যারা প্রকাশ করতে পারে না।

রাতে জানালার পাশে বসে এক নজরে চাঁদ দেখে।
মাথায় অগুনতি চিন্তা আর হাতে একটা ছবি রাখে।
মনের ভিতর এত ফাঁকা কি কিছু অনুভব করে না। 
হয়ে কিছু মানুষ এমন যারা আবেগ দেখাতে পারে না।

সারাদিনের ব্যস্ততার মধ্যেও যেন কিছু একটা বাকি থাকে।
সম্ভব হয়না ব্যস্ততার জন্য, মন থেকে ডাকা হয়ে যারে।
বিশ্বাস করে মাথা পেতে নেয়, কোনো বিদ্রোহ করে না।
হয়ে কিছু মানুষ এমন যারা কখনো বোঝাতে পারে না। 

হয়ে কিছু মানুষ এমন.....!!

©Ananta Dasgupta #good_night #BengaliPoem #benagalistory

Mishti

#poetryunplugged আমি প্রেমে পড়েছিলাম #BengaliPoem #প্রেম #premerkobita #Love #Kobita

read more

Ananta Dasgupta

White লুকিয়ে আছে কত আশা এই চাঁদের দিকে তাকিয়ে।
প্রতিটি দিন শেষ করছে ভেতরে একটা সংসার লুকিয়ে। 
অনেক বার দাঁড়ায়, চারিদিক দেখে, আবার হাঁটে। 
অগোছালো ভাবনা নিয়ে মানুষ যায় এগিয়ে। 
একই প্রশ্ন করে বার বার নিজেকে
আজ তো হয়ে গেল, কালকে সামলাবে কে? 
মন আনমনা করে সমস্ত অনুভূতি এক জায়গায় রেখে দেয়। 
ক্লান্ত দেহ, ক্লান্ত নিঃশ্বাস, ক্লান্ত চোখের সঙ্গী হয় ক্লান্ত হৃদয়। 
কোনো দিন হয়তো এমন হবে, আর কিছু মনে হবেনা। 
ঠিক যেমন অবশ হয়ে যায় শরীরের কোনো অংশ। 
সেই চাঁদ থাকবে, সেই ভিড় থাকবে, সেই ক্লান্ত চোখ থাকবে
পার্থক্য থাকবে সেই একটা জায়গার যা হয়ে গেছে ধংস। 
শান্ত হয়ে যাবে মানুষ তখন ভেতরের যুদ্ধ থেকে
নিরবতা পালন করবে দু মিনিটের নিজেকেই শেষ করে।

©Ananta Dasgupta #Sad_shayri #BengaliPoem #bengaliwriting #bengaliquotes

Ananta Dasgupta

White বিচ্ছেদ মিটিয়ে যখন তুমি এসেছিলে, 
মনের মধ্যে শান্তির সৃষ্টি হয়েছিল। 
অনেক কথা, অনেক ভালোবাসা নিয়ে, 
আমাদের জীবন জ্যোৎস্নায় ভরেছিল।
একই সময় দাড়িয়ে দেখতাম চাঁদের আলো
একই কথা না জানি কত বার বলতাম, শুনতাম। 
তোমার আসা জীবন দিয়ে গেয়েছিল। 
কিন্তু রাতের চাঁদ দিনের আলোয় টেকেনা। 
চার দিনের সম্বল নিয়ে সারা জীবন কাটানো যায়না। 
আমার আশা আমাকে অন্য রাস্তায় নিয়ে গেছে। 
তোমাকে পাওয়া আর হারিয়ে দেওয়ার মাঝে রেখে গেছে। 
বিশ্বাসের সমুদ্র থেকে কখনো নিজেকে বের করিনি। 
কখনো কোনো মোড়ে তোমাকে অচেনা করার চেষ্টা করিনি। 
যেমন তোমাকে পেয়ে মন আনন্দ উন্মাদ হয়েছিল। 
ঠিক এমনই তোমার জন্য মন চিতকার করেছিল।
সেই জ্যোৎস্না রাত রোজ আসে, প্রশ্ন করে। 
আমি এখন নিঃশব্দ থাকি, জানলা বন্ধ রেখে নিজের ঘরে।

©Ananta Dasgupta #moon_day #Bengali #BengaliPoem #bengaliwriter #bengalistory

Ananta Dasgupta

White যখন মনের মাটি কষ্টের তাপে ফেটে যাবে, তুমি বৃষ্টির মতো এসো। 
যখন কোনো একটা কথা মনে পড়বে, তুমি বৃষ্টির মতো এসো। 
যখন একই সময় হাওয়া আমাকে ছুয়ে যাবে, তুমি বৃষ্টির মতো এসো। 
আমাকে নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো। 
আমাকে নিজের কাছে করে নেওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো। 
অপেক্ষা পুরো করে যখন তোমায় কাছে টানবো, তুমি বৃষ্টির মতো এসো। 
তোমাকে আগলে রাখবো আমি, তুমি বৃষ্টির মতো এসো। 
এক ভাগ মেঘ আছে আমার চোখেও, তুমি বৃষ্টির মতো এসো। 
থাকবে না যখন কোনো অস্তিত্ব আমার, পুড়ে ছাই হয়ে পড়ে থাকবো
আমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো।

©Ananta Dasgupta #hindi_poem_appreciation #anantadasgupta #Bengali #bengalistory #BengaliPoem

Ananta Dasgupta

আশা আর আশা! 
কি অদ্ভুত ব্যাপার! 
এই চক্করে কত কিছুই না হয়। 
কখনো খুশির আলো, 
কখনো দুঃখের কুয়াশা আর ভয়। 
কোন এক বরাহানন্দন বলে গেছিল
"আশা‌র ওপর পৃথিবী বেছে আছে"
ওর এই কথা শুনে না জানে, 
কত জন বেছে থেকেও মরে গেছে। 
হয়তো এইটা হতে পারে
হয়তো এইটা হবে, আমি এইটা করব
হয়তো আজ কিছু হবে, কিছু পাল্টে যাবে
হয়তো শেষে আমি সব পাবো। 
এই "হয়তো"র মধ্যে লুকিয়ে থাকা আশা, 
তিলে তিলে জ্বালায়, 
আবার একটু করে বাঁচায়। 
ঠিক কাঁটা ঘায়ে নুন দিয়ে, 
যেমন ওর ওপরেই আবার চাবুক চালায়।

©Ananta Dasgupta #snowpark #anantadasgupta #BengaliPoem #bengalipoetry #bengaliquote

Satanik Sil

ছায়া হয়ে | Being a Shadow #Invisible #Shadow #Bengali #Bangla #Bengali_poem #Bengalisong #banglasong #banglakobita #BengaliPoem

read more
ছায়া হয়ে পিছু নিওনা প্রিয় ।
ছায়াতে আমার ভয় ।
লুকোচুরি খেলে হারিয়ে যাবো
ঘড়ি তে কম সময়। (২)

ভিজতে হবে ভোরের জলে 
আলোতে মাখবো কাল ।
ছায়া হয়ে পিছু নিওনা প্রিয়,
ছায়া তে নেই সকাল ।

ছায়া তে নেই সকাল

ছায়া হয়ে পিছু নিওনা প্রিয় ।
ছায়াতে আমার ভয় ।
লুকোচুরি খেলে হারিয়ে যাবো
ঘড়ি তে কম সময়।


ও.....

যদি পারো মুছে দিও, ভেজা গন্ধে মাখা দেহ।
তুমি রক্ত দিয়ে রাঙিয়ে দিও আমার অভিমান।
যদি ভুলেও কাছে টানো, ফেলে এসো ধূসর অতীত ।
আমি তোমার রদে ভাসবো স্রোতে চাঁদটা অসমান। (২)

ভিজতে হবে ভোরের জলে 
আলোতে মাখবো কাল ।
ছায়া হয়ে পিছু নিওনা প্রিয়,
ছায়া তে নেই সকাল ।

ছায়া তে নেই সকাল 

ছায়া হয়ে পিছু নিওনা প্রিয় ।
ছায়াতে আমার ভয় ।
লুকোচুরি খেলে হারিয়ে যাবো
ঘড়ি তে কম সময়।

©Satanik Sil ছায়া হয়ে | Being a Shadow
#Invisible #Shadow #Bengali #Bangla #Bengali_poem #Bengalisong #banglasong #banglakobita #BengaliPoem

Ananta Dasgupta

দরকার

কোথায় আর কি ভাবে তোমার দরকার, তুমি জানো না। 
ক্লান্ত মাথার ওপর হাত রাখতে তুমি দরকার। 
একটা নির্ভরতা পাওয়ার জন্য তোমার দরকার। 
তোমার দরকার আছে আমাকে আমার সাথে মেলানোর জন্য। 
তোমার দরকার আছে তোমার মধ্যে নিজেকে হারানোর জন্য। 
হাতে হাত রেখে পথ চলার জন্য তোমায় দরকার। 
তোমাকে অনুভব করার জন্য তোমাকে দরকার। 
তোমাকে অপলক দেখার জন্য তোমার দরকার। 
সারাদিনের প্রতিটি মুহুর্তে তোমার দরকার।
তুমি দরকার জ্যোৎস্না রাতের আলোর ভাগের জন্য। 
তুমি দরকার চরম অন্ধকারেও নিজের প্রস্তুতি জানাতে। 
তুমি দরকার আমার সমস্ত অশান্তি, অভিযোগ, অভিমানের জন্য। 
তুমি দরকার আমার চিন্তা, উদ্বিগ্নতা আর পাগলামির জন্য। 
তোমার দরকার আমার মুখে ফুটে ওঠা হাসির জন্য। 
তোমার দরকার আমার চোখ থেকে বেড়িয়ে পড়া জলের জন্য। 
তোমার দরকার আমার ব্যস্ত থাকা দিনের জন্য। 
তোমার দরকার আমার নির্ঘুম রাতের জন্য। 
আমার মধ্যের বাচ্চাটাকে বাঁচানোর জন্য তোমার দরকার। 
আমি যেখানে আমি থাকতে পারবো, তার জন্য তোমার দরকার। 
তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকার জন্য তোমার দরকার। 
তোমাকে আঁকড়ে বসে থাকার জন্য তোমার দরকার। 
তোমার সাথে বৃষ্টিতে ভেজার জন্য তোমার দরকার। 
সেই জল মুছে দেয়ার জন্য তোমারই দরকার। 
কিছু ভুল হলে অধিকার দেখিয়ে কথা শোনানোর জন্য তোমার দরকার। 
আবার কাছে টেনে রাগ ভাঙ্গানোর জন্য তোমার দরকার। 
বিনা কোন কারণে, বিনা কোন স্বার্থে তোমার দরকার। 
তোমার হাঁসি, কান্না, অনুরাগ, অনুতাপ, ভালবাসার জন্য তোমার দরকার।

©Ananta Dasgupta #mohabbat #letter #zarurat #importance #anantadasgupta #Bengali #BengaliPoem

Ananta Dasgupta

যে হাত ভালবাসা আর আশীর্বাদের জন্য ওঠে, 
সেই হাত রক্ষা করার জন্য রক্তে ডুবে যেতে পারে। 
কেউ উচুঁ পাহাড়ের শেষ সীমানায় তাকে খোঁজে, 
কেউ আবার হয়তো দিনে একবার নাম করে নেয়। 
দেখছে তো সে দুজনকেই, বিনা কোনো শর্তে, 
তার আয়ত্তের মধ্যেই আছে সব, স্বর্গে হক বা মর্তে। 
বিশ্বাস যেখানে আছে, কোনো ভয়ের স্থান নেই, 
যদি ভয় জায়গা রাখে, সেখানে বিশ্বাসের মান নেই।

©Ananta Dasgupta #anantadasgupta #Day3 #devi #durga #BengaliPoem #bengaliquote #bengalicreator

Ananta Dasgupta

শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ, 
শিব ছাড়া শক্তির শক্তি জীর্ণ। 
পুরুষ প্রকৃতি যে কখনো আলাদা নয়, 
দুজনের দুজনকেই দরকার হয়। 
অন্নপূর্ণা হয় সে ক্ষুদা তৃপ্ত করে, 
হাতের স্পর্শে বিষের বেগ আটকে দেয়। 
নিজের শরীর নীচে ফেলে শক্তিকে আটকায়, 
সমাধির মধ্যে থেকেও কালান্তর অপেক্ষা করে যায়।

©Ananta Dasgupta #devi #durga #Ardhanareeshwara #anantadasgupta #day2 #Bengali #BengaliPoem #bengaliquote
loader
Home
Explore
Events
Notification
Profile