Find the Best BengaliPoem Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutlove shayari in bengali for girlfriend with the word nilanjana, love shayari in bengali for girlfriend, love quotes for him in bengali, bengali sad love quotes that make you cry, bengali sad poem of love,
Mishti
#poetryunplugged আমি প্রেমে পড়েছিলাম #BengaliPoem #প্রেম #premerkobita #Love #Kobita
read moreAnanta Dasgupta
White লুকিয়ে আছে কত আশা এই চাঁদের দিকে তাকিয়ে। প্রতিটি দিন শেষ করছে ভেতরে একটা সংসার লুকিয়ে। অনেক বার দাঁড়ায়, চারিদিক দেখে, আবার হাঁটে। অগোছালো ভাবনা নিয়ে মানুষ যায় এগিয়ে। একই প্রশ্ন করে বার বার নিজেকে আজ তো হয়ে গেল, কালকে সামলাবে কে? মন আনমনা করে সমস্ত অনুভূতি এক জায়গায় রেখে দেয়। ক্লান্ত দেহ, ক্লান্ত নিঃশ্বাস, ক্লান্ত চোখের সঙ্গী হয় ক্লান্ত হৃদয়। কোনো দিন হয়তো এমন হবে, আর কিছু মনে হবেনা। ঠিক যেমন অবশ হয়ে যায় শরীরের কোনো অংশ। সেই চাঁদ থাকবে, সেই ভিড় থাকবে, সেই ক্লান্ত চোখ থাকবে পার্থক্য থাকবে সেই একটা জায়গার যা হয়ে গেছে ধংস। শান্ত হয়ে যাবে মানুষ তখন ভেতরের যুদ্ধ থেকে নিরবতা পালন করবে দু মিনিটের নিজেকেই শেষ করে। ©Ananta Dasgupta #Sad_shayri #BengaliPoem #bengaliwriting #bengaliquotes
#Sad_shayri #BengaliPoem #bengaliwriting #bengaliquotes
read moreAnanta Dasgupta
দরকার কোথায় আর কি ভাবে তোমার দরকার, তুমি জানো না। ক্লান্ত মাথার ওপর হাত রাখতে তুমি দরকার। একটা নির্ভরতা পাওয়ার জন্য তোমার দরকার। তোমার দরকার আছে আমাকে আমার সাথে মেলানোর জন্য। তোমার দরকার আছে তোমার মধ্যে নিজেকে হারানোর জন্য। হাতে হাত রেখে পথ চলার জন্য তোমায় দরকার। তোমাকে অনুভব করার জন্য তোমাকে দরকার। তোমাকে অপলক দেখার জন্য তোমার দরকার। সারাদিনের প্রতিটি মুহুর্তে তোমার দরকার। তুমি দরকার জ্যোৎস্না রাতের আলোর ভাগের জন্য। তুমি দরকার চরম অন্ধকারেও নিজের প্রস্তুতি জানাতে। তুমি দরকার আমার সমস্ত অশান্তি, অভিযোগ, অভিমানের জন্য। তুমি দরকার আমার চিন্তা, উদ্বিগ্নতা আর পাগলামির জন্য। তোমার দরকার আমার মুখে ফুটে ওঠা হাসির জন্য। তোমার দরকার আমার চোখ থেকে বেড়িয়ে পড়া জলের জন্য। তোমার দরকার আমার ব্যস্ত থাকা দিনের জন্য। তোমার দরকার আমার নির্ঘুম রাতের জন্য। আমার মধ্যের বাচ্চাটাকে বাঁচানোর জন্য তোমার দরকার। আমি যেখানে আমি থাকতে পারবো, তার জন্য তোমার দরকার। তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকার জন্য তোমার দরকার। তোমাকে আঁকড়ে বসে থাকার জন্য তোমার দরকার। তোমার সাথে বৃষ্টিতে ভেজার জন্য তোমার দরকার। সেই জল মুছে দেয়ার জন্য তোমারই দরকার। কিছু ভুল হলে অধিকার দেখিয়ে কথা শোনানোর জন্য তোমার দরকার। আবার কাছে টেনে রাগ ভাঙ্গানোর জন্য তোমার দরকার। বিনা কোন কারণে, বিনা কোন স্বার্থে তোমার দরকার। তোমার হাঁসি, কান্না, অনুরাগ, অনুতাপ, ভালবাসার জন্য তোমার দরকার। ©Ananta Dasgupta #mohabbat #letter #zarurat #importance #anantadasgupta #Bengali #BengaliPoem
Ananta Dasgupta
যে হাত ভালবাসা আর আশীর্বাদের জন্য ওঠে, সেই হাত রক্ষা করার জন্য রক্তে ডুবে যেতে পারে। কেউ উচুঁ পাহাড়ের শেষ সীমানায় তাকে খোঁজে, কেউ আবার হয়তো দিনে একবার নাম করে নেয়। দেখছে তো সে দুজনকেই, বিনা কোনো শর্তে, তার আয়ত্তের মধ্যেই আছে সব, স্বর্গে হক বা মর্তে। বিশ্বাস যেখানে আছে, কোনো ভয়ের স্থান নেই, যদি ভয় জায়গা রাখে, সেখানে বিশ্বাসের মান নেই। ©Ananta Dasgupta #anantadasgupta #Day3 #devi #durga #BengaliPoem #bengaliquote #bengalicreator
Satyajit Bhuniya
আকাশে দেখো রাত দিচ্ছে তার যাত্রা, দিনের আলো তাকে আর দিচ্ছে না যে পাত্তা। রাত বললো আসবো ফিরে আবার আগামীকাল, তাই তোমাকে জানাচ্ছি আমি শুভ সকাল! ©Satyajit Bhuniya #agni #Bengali #BengalBurning #bengaliquote #BengaliPoem #bengalipoetry
Ananta Dasgupta
কিছু কম বেশি, কিছু ঠিক ভুলের মধ্যে থেকে যাচ্ছি। আশপাশে সব ভাল, কিন্তু কিছু ফাঁকা রেখে যাচ্ছি। হঠাৎ করেই খুব অসহায় বোধ হয় নিজেকে, কালো মেঘের মত ঘিরে নেয় মনকে, নিজের লড়াই নিজের সাথেই চালিয়ে যাচ্ছি। মুখের কথা আর বাস্তবতা আলাদা হয়, মিথ্যে যতই সুন্দর হোক, কিন্তু মিথ্যেই হয়। মনের আবেগ নিজের ঠিকানা খুঁজে পাক, এই আশায় দু হাত বাড়িয়ে এমনি ছুটে যাচ্ছি। কেমন বোকামি, যেখানে সত্য জেনেও অপেক্ষা করা হয় এক দুর্দান্ত আঘাতের। কেমন মুর্খতা, যেখানে সবার শেষে গিয়ে নিজের সবকিছু ফাঁকা হয়ে দাঁড়ায়। তাও এত কিছুর পড়ে কিছু শব্দ আছে এই শান্ত রাত আছে, যার মলম লাগিয়ে যাচ্ছি। ©Ananta Dasgupta #anantadasgupta #nojotobengali #bengaliquote #bengalicreation #BengaliPoem #bengaliwriting #Pinterest
Ananta Dasgupta
কত অদ্ভুত এই পরিস্থিতি যেখানে মনের চিন্তা আর বাস্তব দুটোই আলাদা। কত সহজ সেই সময় সামনের মানুষকে বোকা, পাগল বলা। কত রকমের আনমনা নিয়ে নিজের সংগে লড়তে থাকে, নিজেকে দোষী ভেবে কত রাত জাগতে থাকে। হঠাৎ করে এই অস্থিরতা থেকে বেড়িয়ে গিয়ে ধাক্কা খায় সত্যর সাথে, যেই সত্যর ইংগিত পাওয়ার পড়েও নিজের মায়ায় আটকে রাখে। মানুষ চিনতে শেখো- এই কথার তো পাত্তাই দেয় না, ভাবে সবসময়- সবাই তো এক হয় না। নিজের এক ভাগ নষ্ট করে আর একটা দিক আগলে রাখতে চায়, বাকিটা ধীরে ধীরে ক্ষত বিক্ষত হয়ে যায়। নানান রকমের পরিস্থিতি নিজের মনের মধ্যেই তৈরি করে, সমস্ত ঝড় নিজের মধ্যে নিয়ে নিজের টুকরো গুলো আবার জড় করে। ©Ananta Dasgupta #Path #Bengali #BengaliPoem #bengaliquote #anantadasgupta
#Path #Bengali #BengaliPoem #bengaliquote #anantadasgupta
read moreAnanta Dasgupta
একটা কটু সত্য থেকে একটা সুন্দর কল্পনা রাখা বেশ ভাল। কত কথা, কত গল্প সেই দুনিয়ার মধ্যেই তৈরি হয়। আসলে যত লেখা মনের চারিদিকে ঘরে, সেই সব কিছু লিখে পাঠানো যায় সেখানে। সত্য! সেটা তো সবার জানা, সবাই জানে শেষে কি হবে, কিন্তু নিজের যায়গায় সব কিছু নিজের ইচ্ছে মত। সে আমার থেকে কখনই আলাদা নয়, প্রত্যেক রুপে সে জরিয়ে রয়েছে আমার সাথে। সত্যটা খেয়াল পড়লে হাসিও পায়, কষ্টও হয় আবার শান্তির অনুভূতি হয়। কষ্ট ছাড়া বাকি দুটো কেন মনে হয়, সেটা না হয় আমার মনেই রইল। কেউ জানেনা, জানার দরকার নেই। আলাদা একটা দুনিয়ায় তার সাথে সব কথাই বলা হয়েছে। আসল দুনিয়ায় সেটা না জানাই ভাল। ©Ananta Dasgupta #Pinterest #letters #Self_Realisation #Bengali #BengaliPoem #bengalicreator #bengaliquote #nojotobangla
Ananta Dasgupta
অস্থির আছি কিন্তু তোকে বলবো কি করে? ন পাওয়ার বাস্তবতা তে পাওয়ার আশা করি কি করে? অধিকার এত আছে আমার ওপরে তোর, যত কারোর নেই, যেটা আমার নয়, ওর ওপর অধিকার দেখাবো কি করে? একতরফা চলেছি সবসময়, আগেও চলব। তুই অনুরাগে থাকবি আর আমি অনুরোধে থাকব। কিন্তু এত বড় বড় কথার পিছনে যে চেহারা আছে, তার সাথে নিজের নাম টা আনব কি করে? কথা তো অনেক আছে, কিন্তু অসম্পূর্ণ থাকুক। কাছে এত থাকার ইচ্ছা, কিন্তু দুরত্ব থাকুক। যদি পাগল হয়ে উঠি হঠাৎ, ব্যবধান রেখে দিশ, আমিও বজায় রাখব সেই দুরত্ব, মন অসহায় থাকুক। তুমি আমার পৃথিবীতে থেকে যাবি সারা জীবনের জন্য, কিন্তু তোর পৃথিবীতে নিজের ঠিকানা বানাব কি করে? ©Ananta Dasgupta #TereHaathMein #anantadasgupta #bengalipoem #bengaliwriting #bengaliquote #bengalicommunity #writingcommunity
Snigdha 's World
নিজের ছায়াও ছাতা এখন, প্রখর দগ্ধ তাপে, বৃষ্টিমুখর মেঘলা দিনও , তাই তো আমায় মাপে... ©Snigdha 's World #SAD #nojoto #poem #poetry #poet #Bengali #BengaliPoem #bengalipoetry
#SAD nojoto #poem poetry #Poet #Bengali #BengaliPoem #bengalipoetry
read more